BPSC-MOHFW-Sub-Assistant-Engineer-Civil-Question-Solution-2019

BPSC এর অধীনে MOHFW এর Sub-Assistant Engineer (Civil) পদের বাছাই পরীক্ষা 2019 প্রশ্ন ও উত্তর


সেট ০১                          কোডঃ বিজয়                               পূর্ণমানঃ ১০০                              সময়ঃ ১ ঘন্টা

১. He runs fast. Here fast is a/an ? Answer:  adverb
২. I came home after the train ? Answer: had stopped
৩. The transverse reinforcements provided at right angles to the main reinforcement is a slab ?
Answer: All the above
৪. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কি? Answer: নাফ নদী
৫. পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের নাট্যকার কে? Answer: সৈয়দ শামসুল হক
৬. The Passive form of He is writing a letter is?  Answer: A letter is being written by him.
৭. Which of the following is plural number? Answer: None
৮. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? Answer: ভোলা
৯. The ratio of specific weight of a liquid to the specific weight of pure water at a standard temperature is called ? Answer: Specific gravity of liquid
১০. পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? Answer: কাতার
১১. The most suitable equipment for compacting clay soil is a? Answer: Sheep foot roller
১২. Dead load comprise of? Answer: Permanently attached loads
১৩. The main ingredient of Portland Cement are ? Answer: Silica and Alumina
১৪. Uniformity co-efficient of a soil is ? Answer: Equal to or greater than 1
১৫. Which of the following words is not plural? Answer: news
১৬. The type of bond in a brick masonry containing alternate courses of stretcher and headers, is called ? Answer: English bond
১৭. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে? Answer: দ্বিতীয় ভাগে
১৮. Workability of concrete is measured by ? Answer: Slump Test
১৯. কবি কাজী নজরুল ইসলামের জন্মসাল ? Answer: ১৮৯৯
২০. ত্ন্য কোন কোন ধ্বনির রুপ? Answer: ত + ম + য
২১. আরব বসন্তের উত্থান কোন দেশ হতে হয়েছিল? Answer: মিসর
২২. Identify the correct sentence? Answer: It has been raining for two days.
২৩. This is __ useful book for reference. Answer: a
২৪. The moment at a hinge will be ? Answer: Zero
২৫. ___ among you are from class XII? Answer: Who
২৬. লোকে বলে বলেরে ঘরবাড়ি ভালা না আমার চরণটির রচয়িতা কে? Answer: হাসন রাজা
২৭. A simply supported beam of span L carries a uniformly distributed load W. The maximum moment M is ? Answer: WL/8
২৮. The proportion of lime and sand in the mortar normally used in brick constructions are? Answer: 1:2
২৯. The walls which are necessary on the hill side of roadway where earth has to retainded from slipping is knows as ? Answer: Breast Wall
৩০. ভিক্ষালব্ধ সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ? Answer: ৩য়া তৎপুরুষ
৩১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? Answer: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩২. Which one of the following is used for preparing porcelain? Answer: All of these
[Note: Clay, Feldspar, Quartz]

৩৩. মালেশিয়ার মুদ্রার নাম কী? Answer: রিংগিত
৩৪. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন কত সালে? Answer: ১৯১৩ সালে
৩৫. এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী গানটির গীতিকার কে? Answer: কাজী নজরুল ইসলাম
৩৬. বর্তমানে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন কে? Answer: ইংল্যান্ড
৩৭. Penetration test on bitumen is used for determining its? Answer: Grade
৩৮. কোনটি প্রতিবেশগত/পরিবেশগত সংকটাপন্ন এলাকা? Answer: টাঙ্গুয়ার হাওর
৩৯. The correct plural form of half is? Answer: halves
৪০. The maximum permissible limit for iron in drinking water is? Answer: 0.1 mg/L

৪১. The spacing of transverse reinforcement of column is decided by the following considerations.
Answer: All the above
[Note:  
✓ The least lateral dimension of the column.
✓ Sixteen times the diameter of the smallest longitudinal reinforcing rods in the column.
✓ Forty-eight times the diameter of transverse reinforcement.]

৪২. সুবচন নির্বাসনে নাটকের নাট্যকার কে? Answer: আব্দুল্লাহ আল মামুন
৪৩. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? Answer: ফ্রান্স
৪৪. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? Answer: মৌলভীবাজার
৪৫. Water content of soil can? Answer: be greater than 100%.
৪৬. লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? Answer: প্যারিস
৪৭. Vertical construction joints are provided where the shearing forces are minimum in the case of the?
Answer: All of these [Slabs, Beams, Girder]

৪৮. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কোথায় অবস্থিত? Answer: নেদারল্যান্ড (দি হেগ)
৪৯. বিদ্যাসুন্দর গ্রন্থের অনুবাদক কে? Answer: সা বিরিদ খান

৫০. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? Answer: ৭ টি



৫১.  Why are the steel reinforcing rods used in concrete beams?
 Answer: To make it carry both compression and tension.
৫২. In order to improve farming methods, we need? Answer: machinery.
৫৩. The ultimate tensile strength of 400 grade structural mild steel is about? Answer: 160 N/mm2
৫৪. I could not ___ laughing. Answer: help
৫৫. কিউবার রাজধানীর নাম কি? Answer: হাভানা
৫৬. Banks close at 4 p.m. ____? Use the correct tag question. Answer: dont they?
৫৭. A pre-cast pile generally used is? Answer: Square
৫৮. The book in which chain measurements are entered is called? Answer: Field book
৫৯. শহীদ জননী নামে খ্যাত কে? Answer: জাহানারা ইমাম
৬০. A soil consolidated under the existing over-burden pressure, is called?
Answer: Normally consolidated.
৬১. It is a quarter __ ten. Answer: to
৬২. The child cried for ___ mother. Answer: its
৬৩. The member of independent equations to be satisfied for static equilibrium of a plane structure is? Answer: 3
৬৪. জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশ কবিতাংশটির কবি কে? Answer: বেগম সুফিয়া কামাল
৬৫. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ নিয়েছিলেন? Answer: ১৭ই এপ্রিল
৬৬. When a cohesionless soil attains quick condition, it looses?
Answer: Both a, b [Shear strength, Bearing capacity]
৬৭. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টিরে ভাগ করা হয়েছিল? Answer: এগারটি
৬৮. পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? Answer: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৬৯. In a pre-stressed member, it is advisable to use?
Answer: High strength concrete and high tensile steel.

৭০. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? Answer: কথোপকথন



৭১. Loss Angeles testing machine is used to conduct? Answer: Abrasion test
৭২. A pipe conveying sewage from plumbing system of a single building to common sewer is called? Answer: Lateral sewer
৭৩. The roof type suitable in plains where rainfall is meagre and temperature is high is? 
Answer: Flat roof
৭৪. I said to him, “Is he a doctor?” – Turn the sentence into indirect speech.
 Answer: I asked him whether he was a doctor.
৭৫. Disinfection of water results in?  Answer: killing of disease bacteria
৭৬. ‘বন্দী শিবির থেকে’ – কী ধরনের গ্রন্থ? Answer: কাব্য গ্রন্থ
৭৭. What is the feminine gender of ‘heir”? Answer: heiress
৭৮.The bending moment of cantilever beam shown below figure at ‘A’ is? Answer: 
৭৯. Plane and geodetic surveying are classification of surveying based on? 
Answer: Earth’s curvature
৮০. The entrained air in concrete ___? Answer: increase workability
৮১. ‘চর্যাপদে’র প্রকৃত নাম কী? Answer: চর্যাচর্যবিনিশ্চয়
৮২. প্রাক্তন সোভিয়েট ইউনিয়ন বিভক্ত হয়ে কয়টি রাষ্ট্র হয়েছে? Answer: ১৫ টি
৮৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? Answer: দুর্গেশ নন্দিনী
৮৪. Machine foundation is subjected to? Answer: Dynamic loads
৮৫. Standard BOD is measured at? Answer: 20 °C – 5 day
৮৬. Each of the boys __ present in the class? Answer: are
৮৭. Enlarged head of a supporting column of a flat slab is technically known as? Answer: Capital
৮৮. He and I __ well. Answer: are
৮৯. What type of noun the underlined word is?  ‘Water has no color of its own’.
Answer: material
৯০. অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবির নাম কি? Answer: কাজী নজরুল ইসলাম
৯১. Which type of forces are generated during earthquake? Answer: Horizontal Shear
৯২. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে বিবৃত হয়েছে? Answer: জেলেদের জীবনারচণ
৯৩. Which is __ of the two? Answer: the cheaper
৯৪. ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখেছেন? Answer: শেখ মুজিবর রহমান 
৯৫. After pre-stressing process is completed, loss of stress occurs due to? Answer: All the above.
[Shrinkage of concrete, Creep of concrete, Elastic shortening]

৯৬. The arrangement made to support and unsafe structure temporarily as? Answer: Shoring
৯৭. The piece of a brick cut with its one corner equivalent to half the length and half the width a of a full brick is known as? Answer: King closer.

৯৮. ‘রুপসী বাংলা’ কাব্যগ্রন্থের কবি কে? Answer: জীবনানন্দ দাশ
৯৯. বর্তমান অর্থবছরে (২০১৯) সরকার প্রবৃদ্ধির হার কত হবে বলে অনুমান করেছে? Answer: ৮%
১০০. উলানবাটোর কোন দেশের রাজধানী? Answer: মঙ্গোলিয়া




  📗 Download as PDF



Solved by Shuvongkor Barman

Made By Sbook99

Website: http://www.sbook99.com
Website: https://sbook99.blogspot.com
Website: https://sbook9.wordpress.com
Facebook Page: https://www.facebook.com/sbook99
Thank You for Reading.



Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

Recent Posts