Field Test of Rock লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Field Test of Rock লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পাথরের মাঠে পরীক্ষা কি কি উপায়ে করা যায়?

পাথরের মাঠে পরীক্ষা কি কি উপায়ে করা যায়?
উত্তরঃ

পাথরের মাঠে পরীক্ষাঃ পাথরের মাঠে পরীক্ষা কার্য নিম্নলিখিত উপায়ে করা হয়ঃ

১। ওজন পরীক্ষাঃ সম আকারের ভিন্ন শ্রেণীর দুটি পাথরের টুকরা হাতে নিলে, যেটি অধিকতর ভারী অনুভূত হবে ঐ পাথরটিই ভাল, কেননা ভারী পাথরের গঠন দৃঢ় এবং ছিদ্রের পরিমাণ কম, ফলে ওজন বেশি।

২। পাথর ভেঙ্গেঃ বিভিন্ন শ্রেণীর পাথর ভাঙ্গলে যেটি ভাঙ্গতে অধিক শক্ত অনুভূত হবে, সেটিই ভাল পাথর। কেননা দৃঢ় গঠনের টেকসই পাথর ভাঙ্গার কাজ হালকা ফাঁকা পাথর ভাঙ্গার কাজ অপেক্ষা অধিক কষ্টসাধ্য।

৩। বাহ্যিক দর্শনেঃ ভাঙ্গা পাথরের ভাঙ্গা পৃষ্ঠ দেখতে যদি সমতল হয় এবং দানাগুলো যদি স্পষ্ট দৃশ্য হয়, তবে ভাল পাথর বলে বিবেচিত হবে।

৪। রংয়ের সাম্যতা পর্যবেক্ষণেঃ সাম্য রং এর পাথর বিভিন্ন রংয়ের পাথর অপেক্ষা শক্ত ও স্থায়ী।

৫। আঘাত করেঃ কোন পাথরকে অন্য কোন পাথর বা হাতুড়ির সাহায্যে আঘাত করলে ধাতব আঘাতের ন্যায় শব্দ হলে তা ভাল পাথর বুঝায়।

৬। ঘর্ষণ করেঃ নির্মাণ কাজের কোন পাথরকে অপর পাথর বা শক্ত কিছু দ্বারা ঘর্ষণ করলে যদি পাথরটি ক্ষয় প্রাপ্ত হয় তবে পাথরটি নির্মাণ কাজের জন্য অনুপযোগী বলে বিবেচিত হবে। যে পাথরে ঘর্ষণের ফলে অধিক ধুলাবালি সৃষ্টি করবে তাও নির্মাণের জন্য অনুপযোগী।

৭। আঁচড় কেটেঃ কোন পাথরে চাকু বা ছুরি দ্বারা আঁচড় দিলে যদি সহজেই দাগ পড়ে তবে তা নির্মাণের জন্য অনুপযোগী।

৮। পৃষ্ঠদেশ দর্শনেঃ যে পাথরের গায়ে ফাটল দেখা যায় ঐ পাথর নির্মাণ কার্যে ব্যবহার অনুপযোগী।

৯। দীর্ঘদিনের উন্মুক্ত পাথর খাদ দর্শনেঃ দীর্ঘদিন উন্মুক্ত এরুপ পাথরের খাদ দেখে বুঝা যায় যে ঐ খাদের পাথরের উপর আবহাওয়ার প্রতিক্রিয়া কি রুপ?

১০। পুরাতন ইমারত দর্শনেঃ কোন শ্রেণীর পাথরে নির্মিত পুরাতন ইমারত দেখেও ঐ শ্রেণীর পাথর সম্পর্কে অবহিত হওয়া যায়।





Made By Sbook99

Thank You for Reading.

Share:

Popular

Labels Cloud

Recent Posts