✪ কংক্রিট বলতে কী বুঝায়? কংক্রিট কত প্রকার ও কী কী? কংক্রিটের
উপাদানগুলোর নাম লিখ।
➤ উত্তরঃ কংক্রিটঃ
সিমেন্ট, বালি, খোয়া (ইটের টুকরো), পাথরের টুকরো পানির সঙ্গে
মিশিয়ে যে নির্মানসামগ্রী বা মিশ্রণ (মস্লা) তৈরি করা হয়, তাকে ঢেলে চাপ দিয়ে নির্দিষ্ট আকার দেয়া হয়। এগুলোকেই কংক্রিট বলে।
কংক্রিট এক ধরনের কৃত্রিম পাথর বিশেষ। নির্দিষ্ট অনুপাতে জমাট বাঁধাইকারী
উপাদান (সিমেন্ট বা চুন), সরু দানার উপাদান (বালি), মোটা
দানার উপাদান (খোয়া বা পাথর কণা) এবং পানি সহযোগে মিশ্রিত করে রাসায়নিক প্রক্রিয়ায়
জমাট বাঁধিয়ে কংক্রিট প্রস্তুত করা হয়। মিশ্রনটি জমাট বাঁধার পূর্বেই প্রয়োজনীয়
আকারে ঢালাই করা হয়।
কংক্রিট চার প্রকার, যথাঃ
১. লাইম কংক্রিট (Lime Concrete): খোয়া,
চুন ও সুরকীর সমন্বয়ে তৈরিকৃত কংক্রিট।
২. সিমেন্ট কংক্রিট (Cement Concrete): খোয়া,
সিমেন্ট ও বালির সংমিশ্রণে তৈরি।
৩. আর.সি.সি (Reinforced Cement Concrete): খোয়া,
সিমেন্ট, বালি এবং রডের সমন্বয়ে
প্রস্তুত।
৪. প্রি-স্ট্রেসড কংক্রিট (Pre-stressed Concrete):
কংক্রিটের
উপাদানগুলো হল-
১. সংযোজক পদার্থ (Binding Materials), যেমন-
চুন, সিমেন্ট।
২. সরু দানা (Fine Aggregate), যেমন- বালি।
৩. মোটা দানা (Coarse Aggregate), যেমন- খোয়া,
পাথর কুচি।
৪. সাহায্যকারী পদার্থ (Helping Materials), যেমন-
পানি।
৫. অ্যাডমিক্সার (Admixture), যেমন-
ক্যালসিয়াম ক্লোরাইড।
Thank You for Reading.