✪ অনুসর্গ ও উপসর্গ কি? অনুসর্গ ও উপসর্গের পাঁচটি পার্থক্য লিখুন।
➤ উত্তরঃ উপসর্গঃ যেসব অব্যয় শব্দের
নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হয়ে সে শব্দের নতুন অর্থ সৃষ্টি
করে, সেসব অব্যয় শব্দকেই উপসর্গ বলে।
যেমন- অকাজ, অচিন (এখানে অ হলো উপসর্গ)
অনুসর্গঃ যেসব অব্যয় বিশেষ্য ও সর্বনামের পরে
বসে বিভক্তির কাজ করে, সেগুলোকে অনুসর্গ বলে।
যেমন- দুঃখ বিনা সুখ লাভ হয় কী মহীতে? (এখানে বিনা হলো অনুসর্গ)
নিচে উপসর্গ ও অনুসর্গের চারটি পার্থক্য দেয়া হলোঃ
উপসর্গ
|
অনুসর্গ
|
১.
শব্দ ও ধাতুর পূর্বে বসে।
|
১. শব্দের পরে বসে।
|
২. শব্দের
অর্থের পরিবর্তন ঘটায়।
|
২. শব্দের
অর্থের কোনো পরিবর্তন ঘটায় না।
|
৩. অব্যয়সূচক
শব্দাংশ।
|
৩. অব্যয়
জাতীয় শব্দ
|
৪.
উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই।
যেমন-
প্র, পরা,
অপ ইত্যাদি।
|
৪. অনুসর্গের
নিজস্ব অর্থবাচকতা আছে।
যেমন-
বিনে, বিহনে,
সনে ইত্যাদি।
|
৫. উপসর্গ
স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না।
যেমন- প্র, নি,
বি, সু, পারি ইত্যাদি ।
|
৫. অনুসর্গ
স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে।
যেমন- দ্বারা, দিয়ে,
হতে, চেয়ে ইত্যাদি।
|
Made By Sbook99
Thank You for Reading.
Thanks
উত্তরমুছুনSundor
উত্তরমুছুন