আদর্শ Timber (কাঠ) এর বৈশিষ্ট্যগুলো কি কি?

আদর্শ Timber (কাঠ) এর বৈশিষ্ট্য
আদর্শ Timber (কাঠ) এর বৈশিষ্ট্যগুলো কি কি?

উত্তরঃ

গাছের বয়স, প্রকৃতি, গাছ কাটার সময়, কাঠ চেরাই প্রক্রিয়া, কাঠ শুষ্ককরণ প্রক্রিয়া ইত্যাদির উপর টিম্বারের বৈশিষ্ট্য অনেকাংশে নির্ভর করে। ভাল মানের টিম্বারের বৈশিষ্ট্য নিচে দেয়া হলঃ

১। এগুলো শক্ত খুতহীন, ঘাত সহনীয়, স্থায়ীত্বশীল ও টেকসই হবে।
২। এগুলো কৃত্রিম ও প্রাকৃতিক উভয় ধরনের ত্রুটি মুক্ত হবে।
৩। এগুলোতে রংয়ের সাম্যতা থাকবে। এগুলোতে হঠাৎ করে কোন অংশের রংয়ের বৈষম্য দেখা যাবে না। সাম্য ও গাঢ় রংয়ের টিম্বারকে ভাল মানের টিম্বার বলে গণ্য করা হয়।
৪। এগুলো হতে দুর্গন্ধ নির্গত হবে না।
৫। এগুলোতে হাতুড়ি দিয়ে আঘাত করলে স্পষ্ট শব্দ হবে।
৬। এগুলো রসমুক্ত হবে।
৭। এগুলোর আঁশ বিন্যাস সরল ও মসৃণ হবে।
৮। এগুলো প্রাপ্ত বয়স্ক গাছের সারাংশ (Heart Wood) হতে সংগৃহীত।
৯। এগুলো আঁশের সমান্তরালে চেরাই করে পাওয়া যাবে।
১০। এগুলোর গড়নে বার্ষিক বলয়গুলোর (Annual Ring) সাম্যতা ও নিয়মতান্ত্রিকতা থাকবে।
১১। এগুলোর ঘনত্ব অধিক হবে। কেননা অধিক ঘনত্বের টিম্বারের স্থায়ীত্বশীলতা ও শক্তি অধিক।
১২। এগুলোর চাপ সহ্য করার ক্ষমতা থাকবে, যেন পাইল, স্টার্ট, পোস্ট ইত্যাদি হিসেবে ব্যবহার করা যায়।
১৩। এগুলোর স্থিতিস্থাপক গুণ থাকবে। কেননা গরুর গাড়ির চাকা, সেফট, খেলনা, পুতুল ইত্যাদি তৈরির জন্য এ গুণ থাকা বাঞ্ছনীয়।
১৪। এগুলোর অগ্নিরোধিতা গুণ থাকবে।
১৫। এগুলোকে সহজে কার্যোপযোগী করা যাবে।









Made By Sbook99


Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts