কন্টুর প্রক্ষেপণ কি? কন্টুর প্রক্ষেপণ এর ব্যবহার লিখ

কন্টুর-প্রক্ষেপণ-এবং-ইহার-ব্যবহার
 কন্টুর প্রক্ষেপণ কি? কন্টুর প্রক্ষেপণ ব্যবহার লিখ
উত্তরঃ

কন্টুর প্রক্ষেপণঃ কন্টুর মানচিত্রের উপর বিভিন্ন বিন্দুর মাঝে আনুপাতিক হারে বিভিন্ন মানের কন্টুরের অনুভূমিক দূরত্ব নির্ণয় করার প্রক্রিয়াকে কন্টুর ইন্টারপোলেশন বা কন্টুর প্রক্ষেপণ বলে।

কন্টুরের ইঞ্জিনিয়ারিং ব্যবহারঃ
১. এর সাহায্যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রকল্পের (যেমন- সড়ক, রেলপথ, খাল, পয়প্রণালী ইত্যাদির) উপযুক্ত স্থান নির্বাচন করা যায়।
২. প্রকল্পের মাটি কাটা ও ভরাটের পরিমাণ নির্ণয় করা যায়।
৩. অববাহিকা অঞ্চলের ক্ষেত্রফল, আবদ্ধ জলাশয়, হৃদ, পুকুর, ডোবা ইত্যাদির ধারণ ক্ষমতা নির্ণয় করা যায়।
৪. বন্যার পানির আগমন ও নিষ্কাশন ব্যবস্থার দিকনির্দেশনা জানা যায়।
৫. এর ছেদন চিত্র অংকন করে ভূমিরুপ প্রদর্শন করা যায়।
৬. গুরুত্বপূর্ণ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ব্যবহার করা যায়।




Made By Sbook99

Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts