Theodolite, Level ও Leveling Staff কী? কী কাজে ব্যবহৃত হয়? বর্ণনা করুন

Theodolite, Level Leveling Staff কী? কী কাজে ব্যবহৃত হয়? বর্ণনা করুন।
উত্তরঃ


Theodolite: থিওডোলাইট এক প্রকার কোণ পরিমাপক যন্ত্র, যার সাহায্যে অতি সুক্ষ্মভাবে অনুভূমিক ও উল্লম্ব কোণ পরিমাপ করা যায়। এর সাহায্যে কোণ পরিমাপের মাধ্যমে ট্রাভাস জরিপ, ত্রিভুজায়ন জরিপ, জ্যোতিষীয় জরিপ, বাঁক সংস্থাপন, কন্টুর জরিপ, টপোগ্রাফিক জরিপ, হাইড্রোগ্রাফিক জরিপ, ফটোগ্রাফিক জরিপ ইত্যাদি সম্পাদন করা যায়।
  থিওডোলাইট প্রধানত দুই প্রকার। যথা- ১. ট্রানজিট থিওডোলাইট ২. নন-ট্রানজিট থিওডোলাইট

যে থিওডোলাইটের দুরবিনকে উল্লম্ব তলে পূর্ণবৃত্ত বা 360 ডিগ্রি কোণে ঘুরানো যায় তাকে ট্রানজিট থিওডোলাইট বলে।

যে থিওডোলাইটের দুরবিনকে উল্লম্ব তলে পূর্ণবৃত্ত বা 360 ডিগ্রি কোণে ঘুরানো যায় না তাকে নন-ট্রানজিট থিওডোলাইট বলে।

Level: লেভেল এক প্রকার যন্ত্র যার সাহায্যে ভূ-পৃষ্ঠস্থ বিভিন্ন বিন্দুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয়। লেভেল যন্ত্রের সাহায্যে বিভিন্ন বিন্দুতে স্টাফ পাঠ গ্রহণ করা হয় এবং প্রাপ্ত স্টাফ পাঠের সাহায্যে উক্ত বিন্দুগুলোর এলিভেশন নির্ণয় করা হয়।

Levelling Staff: লেভেলিং স্টাফ লেভেলিং কাজে ব্যবহৃত একটি সাধারণ উপকরণ। এটা কাঠের তৈরি সোজা দন্ড বিশেষ যার গায়ে দাগ কাটা থাকে। এর নিম্ন প্রান্ত হতে শূন্য ধরে মিটার
মিটারের দশমাংশ ও শতাংশে দাগ কাটা থাকে। দাগান্বিত অংশগুলো সাদা-কালো রঙ্গে দাগ কাটা হয়।

নিম্নলিখিত কারণে লেভেলিং স্টাফ ব্যবহৃত হয়।
    . স্টেশন বিন্দু চিহ্নিতকরণ।
    ২. স্টাফ পাঠ গ্রহণ।

    ৩. স্টেশন বিন্দুর উচ্চতা বা গভীরতা নির্ণয়।
    ৪. স্টেশন বিন্দুর আর এল নির্ণয়।


            Theodolite,                                              Level Machine,                                             Leveling Staff



💎Download as Picture


Made By Sbook99

Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts