ষ-ত্ব বিধান কাকে বলে? ষ-ত্ব বিধানের নিয়মগুলো কি?


ষ-ত্ব বিধান কাকে বলে? ষ-ত্ব বিধানের নিয়মগুলো লিখুন।
উত্তরঃ

ষ-ত্ব বিধানঃ বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই তদ্ভব, দেশি ও বিদেশি শব্দে মূর্দন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে।
তৎসম শব্দের বানানে '' এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

ষ-ত্ব বিধানের নিয়মসমূহঃ

১. অ, , ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি এবং ক ও র এর পরে '' প্রত্যয়ের '' থাকলে তা মূর্ধন্য '' হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, বিষয়, বিষ, সুষমা ইত্যাদি।

২. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে মূর্ধন্য-ষ হয়। যেমন- অনুষ্ঠান, অভিষেক, প্রতিষেধক ইত্যাদি।

৩. ঋ-কার ও র-এর পর মূর্ধন্য '' হয়। যেমন- সৃষ্টি, বৃষ, ঋষি, কৃষক, বর্ষা, বৃষ্টি, দৃষ্টি ইত্যাদি।

৪. ট ও ঠ এর সঙ্গে যুক্ত হলে দন্ত-'' না হয়ে মূর্ধন্য-ষ হয়। যেমন- কষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ্য, স্পষ্ট ইত্যাদি।

৫. সমাসবদ্ধ হয়ে দুটি পদ একপদে পরিণত হলে এবং প্রথম পদের শেষে ই, , ঋ থাকলে মূর্ধন্য-ষ এ পরিণত হয়। যেমন- যুধিষ্ঠির, গোষ্ঠী, ভ্রাতুস্পুত্র ইত্যাদি।

৬. র- ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে '' হয়। যেমন- পরিষ্কার। কিন্তু অ, আ স্বরধ্বনি থাকলে স হয়। যেমন- পুরস্কার।

৭. কতগুলো শব্দে স্বভাবতই '' হয়। যেমন- ষড়ঋতু, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, পৌষ, পাষাণ, মানুষ, ঔষুধ, ভূষণ, ষড়যন্ত্র ইত্যাদি।


 📗 Download as PDF 


Made By Sbook99



Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts