GIS ও GPS এর মধ্যে প্রার্থক্য কি?

GIS ও GPS এর প্রার্থক্য
 GIS ও GPS এর মধ্যে প্রার্থক্য কি?

উত্তরঃ    GIS GPS এর মধ্যে প্রার্থক্যঃ
          
          GPS: GPS এর পূর্ণরুপ হল Global Positioning System. এটি একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় মাধ্যম যার সাহায্যে যে কোন আবহাওয়ায় দিন বা রাত্রি যে কোন সময়ে ভূ-পৃষ্ঠের যে কোন স্থানে ব্যক্তি বা বস্তুর অবস্থান তাৎক্ষণিকভাবে ও সঠিকভাবে নির্ণয় করা যায়। GPS যন্ত্রকে GPS Receiver বলা হয়।
         
জিপিএস রিসিভার দ্বারা সম্পাদিত কাজের তালিকাঃ
          ১। কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জানা যায়।
          ২। কোন অংশের উচ্চতা নির্ণয় করা যায়।
          ৩। ভ্রমনের দূরত্ব ও গতি নির্ণয় করা যায়।
          ৪। ভ্রমনের দিক বা বিয়ারিং নির্ণয় করা যায়।
          ৫। কোন স্থানের সময় ও তারিখ জানা যায়।

         GIS: GIS এর পূর্ণরুপ হল Geographic Information System. জিয়াইএস এমন একটি ইনফরমেশন সিস্টেম যেখানে ভৌগোলিক রেফারেন্সড ডাটা বা স্থানিক ডাটা ব্যবহার করে বিশ্লেষণ ও সংরক্ষণের মাধ্যমে ভূমি ব্যবহার, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, যোগাযোগ, নগরায়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সাধারণ অর্থে ভৌগোলিক মানচিত্রের মাধ্যমে বিশেষ কোণ তথ্য উপস্থাপন করাকেই GIS বলে।
       
GIS এর প্রধান ব্যবহার ক্ষেত্রসমূহঃ
        ১। সহজ সাধ্য ব্যবস্থাপনা (Facilities Management- FM)
        ২। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা (Environment and Natural Resources Management)
        ৩। রাস্তার নেটওয়ার্ক (Street Network)
        ৪। প্লানিং এবং ইঞ্জিনিয়ারিং (Planning and Engineering)
        ৫। ভূমি তথ্য ব্যবস্থাপনা (Land Information System)







আরো জানতে এখানে যান। GPS - Wikipedia
                             GIS - Wikipedia


Made By Sbook99


Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts