Top Bengali Summary | সেরা বাংলা সারমর্ম সমুহ | Part 01
০১ ★★★ সারমর্ম লিখুনঃ
০১ ★★★ সারমর্ম লিখুনঃ
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
কেউ বা তোমায় ভালোবাসে
কেউ বা বাসতে পারে না যে,
কেউ বা বিকিয়ে আছে কেউ বা
সিকি পয়সা ধরে না যে
কতকটা বা তোমারো ভাই,
কতকটা এ ভবের গতিক---
সবার তরে নহে সবাই।
➤ সারমর্মঃ জীবনে
ভালো-মন্দ যাই ঘটুক তাকে সত্য মনে করে সহজভাবে মেনে নিতে হবে। সংসারে সবাই সমান নয়, সবাই একই মানসিকতার অধিকারীও নয়। অন্যের কারণে কিংবা নিজের কৃতকর্মের
জন্য এমনকি নিয়তি নির্ধারিত দুঃখকে সহজভাবে গ্রহণ করতে হবে।
০২ ★★★ সারমর্ম লিখুনঃ
তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর
ফল আস্বাদনে পায়
আনন্দ প্রচুর।
বিদায়ের কালে
হাতে ডাল ভেঙ্গে লয়,
তরু তবু অকাতর
কিছু নাহি হয়।
দুর্লভ মানব জন্ম পেয়েছ যখন,
তরুর আদর্শ কর
জীবন গ্রহণ,
পরার্থে আপন সুখ দিয়া বিসর্জন,
তুমিও হওগো ধন্য
তরুর মতন।
জড় ভেবে তাহাদের করিও না ভুল
তুলনায় বড় তারা
মহত্বে অতুল।
➤ সারমর্মঃ বৃক্ষ যেমন
অপরের আঘাত সত্ত্বেও প্রতিবাদ না করে নীরবে দান করে যায় তদ্রুপ অপরের আঘাতে জর্জরিত হয়েও
তাদের মঙ্গল কামনায় আত্মাদানই মানব জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য হওয়া উচিত।
০৩ ★★★
সারমর্ম লিখুনঃ
আকাশে বাতাসে ধ্রুব তারায়
কারা বিদ্রোহে পথ মাড়ায়,
ভরে দিগন্ত দ্রুত সাড়ায়
জানে না কেউ।
উদ্যমহীন মূর কারায়
পুরনো বুলির মাছি তাড়ায়
যারা, তারা নিয়ে ঘোরে পাড়ায়
স্মৃতির ফেউ।
➤ সারমর্মঃ মানবজীবন এক
বৃহত্তর সংগ্রামের ক্ষেত্র। কর্ম্প্রচেষ্টার মাধ্যমে মানুষ নিজেকে নতুনরুপে প্রকাশ
করে। অন্যদিকে আবার কেউ কেউ পুরাতনকে আঁকড়ে ধরে রাখতে চায়। নতুন পুরাতনের এ হলো চিরন্তন
দ্বন্দ্ব।
০৪ ★★★
সারমর্ম লিখুনঃ
শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে।
চৈত্র মাসে চাষ দিয়া না বোনে
বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে
থাকে।
সময় ছাড়িয়া দিয়া করে পন্ডশ্রম,
ফল চাহে সেও অতি নির্বোধ অধম।
খেয়াতরী চলে গেলে বসে থাকে তীরে,
কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?
➤ সারমর্মঃ জীবনে সার্থকতা
অর্জনের জন্যে ছেলেবেলা থেকেই নৈতিক সততার শিক্ষাগ্রহণ করা উচিত। শৈশবে সৎকাজ করতে
না শিখলে পরে আর সে অভ্যাস গড়ে ওঠে না। সময়ের কাজ সময়ে না
করলে তার জন্যেও জীবনে মূল্য দিতে হয় প্রচুর। কারণ, সুযোগ চলে গেলে তা হয়ত আর ফিরে আসে না।
০৫ ★★★
সারমর্ম লিখুনঃ
বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে,
দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখেতি গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শিষের উপর
একটি শিশির বিন্দু।
➤ সারমর্মঃ প্রচুর অর্থ ও
সময় ব্যয় করে এবং যথেষ্ট কষ্ট করে মানুষ দূর-দূরান্তে সৌন্দর্য দেখতে ছুটে যায়।
কিন্তু ঘরের কাছে অনির্বচনীয় সৌন্দর্যটুকু দেখা হয় না বলে সে দেখা পূর্ণতা পায় না।
Made By PLATEMAN
Website: https://sbook9.wordpress.com
Thank You for Reading.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন