রাস্তা নির্মাণ কাজে Aggregate ব্যবহার করার জন্য কি কি Test করার প্রয়োজন? কেন?

রাস্তা নির্মাণ কাজে Aggregate ব্যবহার করার জন্য কি কি Test করার প্রয়োজন? কেন?
উত্তরঃ

রাস্তা নির্মাণের জন্য উপযোগী ও নির্দিষ্ট গুণাবলি সম্পন্ন এগ্রিগেট নির্বাচনের জন্য যে সকল পরীক্ষা করা হয় তাদের 
তালিকা নিম্নে দেয়া হলোঃ

Test Name (পরীক্ষা)
Why? (কেন?)
এব্রাশন টেস্ট (Abrasion Test)

কাঠিন্যতা জানার জন্য
এট্রিশন টেস্ট (Attrition Test)
লস-এ্যাংগেলস এব্রাশন টেস্ট (Los-Angeles Abrasion Test)


ক্রাসিং টেস্ট (Crushing Test)

চাপ শক্তি জানার জন্য
এগ্রিগেট ক্রাসিং টেস্ট (Aggregate Crushing Test)


ইমপেক্ট টেস্ট (Impact Test)
ঘাত সহনীয়তা জানার জন্য।
সাউন্ডনেস টেস্ট (Soundness Test)
স্থায়িত্বতা জানার জন্য
স্পেসিফিক গ্রাভিটি টেস্ট (Specific Gravity Test)
আপেক্ষিক গুরুত্ব জানার জন্য
ওয়াটার এবজরপশন টেস্ট (Water Absorption Test)
পানি শোষণের মাত্রা জানার জন্য
বিটুমিন এফিনিটি টেস্ট (Bitumen Affinity Test)
বিটুমিনের আসক্তি জানার জন্য
শেপ টেস্ট (Shape Test)
সুচক জানার জন্য



💎Download as Picture



Made By Sbook99


Thank You for Reading.
Share:

1 টি মন্তব্য:

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts