কন্টুর বলতে কি বুঝায়? কন্টুর এর বৈশিষ্ট্যসমূহ লিখুন

কন্টুর বলতে কি বুঝায়? কন্টুর এর বৈশিষ্ট্যসমূহ লিখুন।
  উত্তরঃ

 কন্টুর (Contour): নির্দিষ্ট উপাত্ত তল হতে সম-উচ্চতা বিশিষ্ট বিভিন্ন বিন্দুর সংযোগকারী কাল্পনিক রেখাকে কন্টুর বলা হয়। আর এই কন্টুর নক্সায় অংকিত হলে একে কন্টুর রেখা বলা হয়।

কন্টুরের বৈশিষ্ট্যসমূহ নিম্নরুপঃ
১. একটি কন্টুরের প্রত্যেকটি বিন্দুর এলিভেশন বা আর এল সমান হবে।
২. পাহাড়ের ঝুলে থাকা অংশ ছাড়া কখনও দুটি কন্টুর রেখা পরস্পরকে ছেদ করবে না।
৩. একটি কন্টুর কখনও মানচিত্রের মধ্যখানে শেষ হবে না। এটা হয় মিলে যাবে, না হয় মানচিত্রের বাইরে চলে যাবে।
৪. কন্টুরের অনুভূমিক সমতল ভূ-পৃষ্ঠের ঢালের বিপরীত অনুপাতে বাড়ে। কন্টুর রেখা যত নিকটবর্তী হয়, ঢালের মাত্রা তত বেশি হয়।
৫. সমদূরত্বে কন্টুর রেখার অবস্থান সমঢাল নির্দেশ করে।
৬. সরল সমান্তরাল ও সমদূরত্বে অবস্থিত কন্টুর রেখা সমতল ভূমি নির্দেশ করে।
৭. ধারাবাহিক কন্টুর রেখাগুলোর মান যদি ভিতরের দিকে বেশি হয় তবে এটা পাহাড় বা টিলা আর যদি ভিতরের মান কম হয় তবে এগুলো পুকুর, জলাশয় বা ডোবা নির্দেশ করে।
৮.কন্টুর রেখা মানচিত্রের ভিতরে খণ্ড খণ্ড হবে না। কন্টুর রেখা উপত্যকা ও অধিত্যকা রেখাকে সমকোণে ছেদ করে।









আরো জানতে এখানে যান। Contour - Wikipedia

Made By Sbook99

Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts