উত্তম ইটের বৈশিষ্ট্যগুলো লিখুন | Characteristics of Good Bricks

 
Characteristics-of-good-brick
উত্তম ইটের বৈশিষ্ট্যগুলো লিখুন

Write down the characteristics of good bricks.


উত্তরঃ

উত্তম ইটের বৈশিষ্ট্যসমূহ নিম্নরুপঃ

১. উৎকৃষ্ট ইট বা প্রথম শ্রেণীর ইট আকারে সুষম এর তলাগুলো সমান, কিনার ও কোণগুলো তীক্ষ্ম এবং পাশগুলো সমান্তরা

২. এগুলোর বাংলাদেশী মানসম্মত পরিমাপ ২৪০ মিমি × ১১২  মিমি × ৭০ মিমি (  ৯.৫'' × ৪.৫'' × ২.৭৫'' ) অপেক্ষা ৩.১৭৫ মিমি (১/৮'')  কম বা বেশি হতে পারে

৩. সাম্য রং এ ধরনের ইটের অন্যতম বৈশিষ্ট্য কারণ বর্ণের সাম্যতা ইটের পোড়ান ও রাসায়নিক গঠনের সমরুপতার পরিমাপক উৎকৃষ্ট ইট সাধারণত গাঢ় লাল বা তাম্র বর্ণের হয়ে থাকে

৪. উৎকৃষ্ট ইটের কাঠিন্য এমন যে এতে নখ বা ছুরি দিয়ে আচঁড় কাটা যায় না হাতুড়ি দ্বারা আঘাত করলে ঝন ঝন শব্দ হয়

৫. ইংরেজি T অক্ষরের ন্যায় স্থাপন করে ১.৫ থেকে ১.৭ মিটার উচু থেকে শক্ত মাটির উপর ছেড়ে দিলে এ ধরনের ইট ভাঙ্গে না

৬. এ ধরনের ইট সুবদ্ধ এবং মিহি ও সমবুনটনযুক্ত এ ইট ভাংলে ভগ্ন তলে কোনরুপ চিড়, চুনের কণা বা বুদবুদ দৃষ্ট হয় না

৭. ইট প্রধানত চাপ পীড়ন বহন করে এবং উৎকৃষ্ট ইটের বিচূর্ণন শক্তি ৪০০ ৭০০ টন/বর্গমিটার

৮. এ ধরনের প্রতিটি ইটের ওজন প্রায় ৩.১২৫ কেজি (প্রচলিত বাংলাদেশী মানসম্মত ইট) এবং প্রতি ঘনমিটারের এর ওজন ১৮৯২ কেজি এর কম নয়

৯. উৎকৃষ্ট ইটের পানি বিশোষণ এর শুষ্ক অবস্থায় ওজনের ১/৫ অংশ হতে ১/৭ অংশ (১৫% থেকে ২০%) এর অধিক নয়)

১০. উৎকৃষ্ট ইট দাহ্য নয় ও দহনে সহায়তা করে না অধিক সিলিকা যুক্ত ইট তুলনামূলক ভাবে অগ্নিরোধী উৎকৃষ্ট ইটের তৈরি ইমারত সন্তোষজন ভাবে অগ্নিরোধী

১১. উৎকৃষ্ট ইট পানিতে ভিজালে আয়তনে পরিবর্তন হয় না

১২. উৎকৃষ্ট ইটে দ্রাব্য লবনের পরিমাণ ২.৫% এর অধিক নয়  কারণ অধিক পরিমাণ দ্রাব্য লবন থাকলে তা গাঁথুনিকে স্থায়ীভাবে আদ্র ও সেঁতসেঁতে করে



Made By Sbook99


Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts