Single and Double Reinforced Beam এর মধ্যে প্রার্থক্য লিখুন

Single and Double Reinforced Beam এর মধ্যে প্রার্থক্য

Single and Double Reinforced Beam এর মধ্যে প্রার্থক্য লিখুন ।

উত্তরঃ

Single and Double Reinforced Beam এর মধ্যে প্রার্থক্য
ক্রমিক নং
সিঙ্গেল রিইনফোর্সড বীম
ডাবল রিইনফোর্সড বীম
টান পীড়ন প্রতিরোধ করার জন্য কেবল মাত্র টেনসাইল জোনে রিইনফোর্সমেন্ট প্রদান করাকে সিঙ্গেল রিইনফোর্সড বীম বলে
টান এবং চাপ পীড়ন উভয়কে প্রতিরোধ করার জন্য উভয় জোনে রিইনফোর্সমেন্ট প্রদান করাকে ডাবল রিইনফোর্সমেন্ট বলে
শুধুমাত্র টান পীড়ন প্রতিরোধ করার জন্য টান এলাকায় টেনসাইল রিইনফোর্সমেন্ট প্রদান করা হয়
টান ও চাপ উভয় প্রকার পীড়ন প্রতিরোধের জন্য উভয় এলাকায় রিইনফোর্সমেন্ট প্রদান করা হয়
বীমের আকার নির্দিষ্ট থাকে না
বীমের আকার নির্দিষ্ট থাকে
কক্ষের উচ্চতা তুলনামূলক ভাবে কম পাওয়া যায়
কক্ষের উচ্চতা তুলনামূলক ভাবে বেশি পাওয়া যায়
রিইনফোর্সমেন্ট তুলনামূলক ভাবে কম লাগে
রিইনফোর্সমেন্ট তুলনামূলক ভাবে বেশি লাগে
রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে সাশ্রয়ী
রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে অসাশ্রয়ী
কক্ষে আলো-বাতাস, সৌন্দর্য তুলনামূলক ভাবে কম পাওয়া যায়
কক্ষের উচ্চতা বেশি থাকায় আলো-বাতাস, সৌন্দর্য্য তুলনামূলক ভাবে বেশি পাওয়া যায়
ক্ষেত্রফল, As = $ \frac{M}{fsjd}$
ক্ষেত্রফল, As = $ \frac {M_1}{fsjd} + \frac {M_2}{fs (d - d')} $



Made By Sbook99


Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts