✪ Single and Double Reinforced Beam এর মধ্যে প্রার্থক্য লিখুন ।
➤ উত্তরঃ
Single
and Double Reinforced Beam এর মধ্যে প্রার্থক্য
|
||
ক্রমিক নং
|
সিঙ্গেল
রিইনফোর্সড বীম
|
ডাবল
রিইনফোর্সড বীম
|
১
|
টান পীড়ন প্রতিরোধ করার জন্য কেবল মাত্র টেনসাইল জোনে
রিইনফোর্সমেন্ট প্রদান করাকে সিঙ্গেল রিইনফোর্সড বীম বলে।
|
টান এবং চাপ পীড়ন উভয়কে প্রতিরোধ করার জন্য উভয় জোনে
রিইনফোর্সমেন্ট প্রদান করাকে ডাবল রিইনফোর্সমেন্ট বলে।
|
২
|
শুধুমাত্র টান পীড়ন প্রতিরোধ করার জন্য
টান এলাকায় টেনসাইল রিইনফোর্সমেন্ট প্রদান করা হয়।
|
টান ও চাপ উভয় প্রকার পীড়ন প্রতিরোধের
জন্য উভয় এলাকায় রিইনফোর্সমেন্ট প্রদান করা হয়।
|
৩
|
বীমের আকার নির্দিষ্ট থাকে না।
|
বীমের আকার নির্দিষ্ট থাকে।
|
৪
|
কক্ষের উচ্চতা তুলনামূলক ভাবে কম পাওয়া
যায়।
|
কক্ষের উচ্চতা তুলনামূলক ভাবে বেশি পাওয়া
যায়।
|
৫
|
রিইনফোর্সমেন্ট তুলনামূলক ভাবে কম লাগে।
|
রিইনফোর্সমেন্ট তুলনামূলক ভাবে বেশি লাগে।
|
৬
|
রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে সাশ্রয়ী।
|
রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে অসাশ্রয়ী।
|
৭
|
কক্ষে আলো-বাতাস, সৌন্দর্য
তুলনামূলক ভাবে কম পাওয়া যায়।
|
কক্ষের উচ্চতা বেশি থাকায় আলো-বাতাস, সৌন্দর্য্য তুলনামূলক ভাবে বেশি পাওয়া যায়।
|
৮
|
ক্ষেত্রফল, As
=
|
ক্ষেত্রফল, As
=
|
Made By Sbook99
Thank You for Reading.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন