১. বাংলা
ভাষার মূল উৎস কোন ভাষা - বৈদিক ভাষা
২. বাংলা সাহিত্যের
সর্বপ্রাচীন নিদর্শন - চর্যাপদ
৩.
চর্যাপদের পুঁথিকে কে এবং কখন আবিস্কার করেন - হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে।
৪. চর্যাপদ
কোথায় পাওয়া যায় - নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।
৫. চর্যা সংগ্রহটিতে
মূল পুঁথির পদের সংখ্যা ছিল – ৫১ টি
৬. সর্বসমেত
কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে - সাড়ে ছেচল্লিশটি।
৭. সবচেয়ে বেশী
পদ কে রচনা করেছেন - কাহ্ন বা কাহ্নপাদ -১৩ টি।
৮. “পদ্মাবতী’’ রচনা করেন -
মহাকবি আলাওল
৯. “পদ্মাবতী’’ কোন জাতীয় রচনা - ঐতিহাসিক প্রণয় উপাখ্যান
১০. মেঘনাদবধ কাব্য - ১৯-শতকীয় বাঙালি
কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য
১১. মেঘনাদ বধ প্রকাশিত
হয় - ১৮৬১ সালে
১২. মেঘনাদ বধ কাব্যে খণ্ড ও সর্গ সংখ্যা – ২ টি খণ্ড ও ৯টি সর্গ
১৩. ‘পদ্মা-মেঘনা-যমুনা’ উপন্যাস - আবু জাফর
শামসুদ্দিন
১৪. ‘পদ্মরাগ’ গ্রন্থটির লিখেছেন
কে - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
১৫. পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের
লিখেছেন - মানিক বন্দোপাধ্যয়
১৬. ‘বেদান্ত’ গ্রন্থটির লিখেছেন
- রাজা রামমোহন রায়
১৬. বাংলা
ভাষার প্রথম সামাজিক নাটক - কুলীনকুল সর্বস্ব
১৭. ‘কুলীনকুল সর্বস্ব’ নাটকের রচিয়তা কে - রামনারায়ন তর্করত্ন
১৮. পথের দাবী’ উপন্যাসটির
লিখেছেন - শরৎচন্দ্র চট্টপ্যাধায়
১৯. ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রচিয়তা - বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
২০. ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থের লিখেছেন-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
২১. ‘কবর’ নাটকটির রচিয়তা - মুনীর চৌধুরী
২২. ‘কবর’ নাটকের পটভুমি - ৫২-এর ভাষা
আন্দোলন
২৩. ‘কাদোঁ নদী কাঁদো’ উপন্যাসের রচিয়তা - সৈয়দা ওয়ালী উল্লাহ
২৪. ‘চোখের বালী’ উপন্যাসটি লিখেছেন - রবীন্দ্রনাথ
ঠাকুর
২৫. ‘নীল দর্পন’ নাটকের লিখেছেন - দীনবন্ধু মিত্র
২৬. ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির লিখেছেন - জসিম উদ্দিন
২৭. হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী’ কার রচিত উপন্যাস - জহির রায়হান
২৮. ‘নরুল দীনের সারাজীবন’ নাটকের লিখেছেন - সৈয়দ শাসসূল হক
২৯. “পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের লিখেছেন -সৈয়দ শামসুল হক
৩০. ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসণটি কার - মাইকেল মধুসুদন দত্ত
৩১. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচিয়তা - শওকত ওসমান
৩২. ‘কবর’ কাবিতাটির লিখেছেন - জসীমউদ্দিন
৩৩. ‘কবর’ কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত - রাখালী
৩৪.‘পথের পাচালী’ উপন্যাসের
লিখেছেন -বিভূতিভূষন বন্দোপাধ্যায়
৩৫.‘পথের পাঁচালী’ উপন্যাসের
উপজীব্য বিষয় - গ্রামীন জীবন
৩৬. ‘দত্তা’ উপন্যাসটির লেখক - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩৭. ‘জমিদার দর্পন’ নাটক রচনা করেছেন - মীর মোশারফ হোসেন
৩৮. ‘ধন ধান্যে পুষ্পে ভরা’- দেশাত্মবোধক গানটির লিখেছেন - দ্বিজেন্দ্রলাল
রায়
৩৯. ‘চাচা কাহিনী’ গ্রন্থের রচিয়তা - সৈয়দ মুজতবা আলী
৪০. ‘নির্জন স্বাক্ষর’ গ্রন্থটির লিখেছেন - বুদ্ধদেব বসুএই পোস্ট সম্পুর্ণ নয়। বাকি ৬০ টি প্রশ্ন PDF সহ খুব তাড়াতাড়ি দেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন