Rigid (অনমনীয়) এবং Flexible (নমনীয়) Pavement এর মধ্যে পার্থক্যসমূহ লিখুন

Rigid-Pavement-&-Flexible-Pavement-Differences
Rigid Pavement এবং Flexible Pavement এর মধ্যে পার্থক্যসমূহ লিখুন।
 অনমনীয় পেভমেন্ট এবং নমনীয় পেভমেন্ট এর মধ্যে পার্থক্যসমূহ লিখুন।

উত্তরঃ
    
ক্রমিক নং
বিবেচ্য বিষয়
নমনীয় (Flexible) পেভমেন্ট
অনমনীয় (Rigid) পেভমেন্ট
১.
কাঠামোগত আচরণ 
নমনীয়
অনমনীয়
২.
সাব গ্রেডে বিকৃতি/বিচ্যুতির প্রভাব
সাবগ্রেডের উপরস্থ সকল স্তরেই প্রভাব পড়ে
পেভমেন্টের উপর কোন রুপ কার্যকর প্রভাব পড়ে না।
৩.
পেভমেন্টের উপর আগত ভারের প্রভাব
আগত ভার ক্রমান্বয়ে নিচের দিকে বৃহত্তর এলাকায় ছড়িয়ে পড়ে
পেভমেন্ট স্তরেই বৃহৎ এলাকায় ছড়িয়ে পড়ে
৪.
টান পীড়ন সহ্য ক্ষমতা
খুবই সামান্য
পর্যাপ্ত
৫.
স্থিতিস্থাপকতাগুণ
স্বাভাবিক মানের
উচ্চ মানের
৬.
নাম গত দিক
মাটির সড়ক, গ্রাভেল সড়ক, বিটুমিন সড়ক ইত্যাদি
সি.সি. সড়ক, আরসিসি সড়ক, প্রি-স্ট্রেসড কংক্রিট সড়ক ইত্যাদি
৭.
প্রাথমিক নির্মাণ খরচ
কম
বেশি
৮.
রক্ষণাবেক্ষণ খরচ
বেশি
খুবই নগন্য
৯.
স্থায়িত্বতা  
সন্তোষজনক সময়
দীর্ঘ সময়
১০.
আলোর প্রতিফলন
কম
বেশি
১১.
ধূলাবালি সৃষ্টি
বেশি
কম
১২.
মেরামতের জন্য ব্যয়িত সময়
কম
অধিক
১৩.
জোড়ার প্রয়োজনীয়তা
নাই
আবশ্যক
১৪.
কম্পন/শব্দ সৃষ্টি
কম
বেশি
১৫.
লোহার চাকার গাড়ির ক্ষেত্রে উপযোগীতা
উপযোগী
অনুপযোগী
১৬.
তাপের প্রভাব
অধিক তাপে গলে যায়
গলে না
১৭
সাব গ্রেডের ধরন
অধিক শক্তিশালী
স্বাভাবিক




📗 Download as PDF




Made By Sbook99


Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts