✪ সিমেন্ট কংক্রিট ও আর.সি.সি সড়ক নির্মাণের ধাপসমূহ লিখ।
✪ Write down the steps of constructing cement concrete & R.C.C road.
➤ উত্তরঃ
সিমেন্ট কংক্রিট ও আর.সি.সি. সড়ক নির্মাণের ধাপসমূহ –
১. সাবগ্রেড প্রস্তুতকরণ।
২. সাববেস প্রস্তুতকরণ।
৩. ফর্মা স্থাপন।
৪. সামগ্রীর বেচিং (Batching) ও মিশ্রণ তৈরিকরণ।
৫. কংক্রিট বহন ও স্থাপন।
৬. দৃঢ়করণ (Compaction).
৭. সমাপ্তিকরণ (Finishing).
(i) ফ্লোটিং।
(ii) স্ট্রেইট এজিং।
(iii) বেল্টিং।
(iv) রুমিং।
(v) এজিং।
৮. কিউরিং।
৯. পেভমেন্ট পৃষ্ঠ চূড়ান্ত যাচাইকরণ।
১০. ফর্মা অপসারণ।
১১. জয়েন্ট পূরণ করা।
১২. যানবাহন চলাচলের অনুমতি দেওয়া।
Made By Sbook99
Thank You for Reading.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন