মাটির ভারবহন ক্ষমতা (Bearing Capacity) বলতে কি বুঝায়? এটি নির্ণয়ের জন্য ব্যবহৃত প্রচলিত পদ্ধতিগুলোর নাম লিখুন।

ক. মাটির বিয়ারিং ক্যাপাসিটি (Bearing Capacity) বলতে কি বুঝায়? এটি নির্ণয়ের জন্য ব্যবহৃত প্রচলিত পদ্ধতিগুলোর নাম লিখুন।

উত্তরঃ

Bearing Capacity of Soil (মাটির ভারবহন ক্ষমতা): সাব-সয়েলের ব্যর্থতা ব্যতিরকে প্রতি একক ক্ষেত্রফলের উপর মাটি যে পরিমাণ ভার বহন করতে পারে তাকে মাটির ভারবহন ক্ষমতা (Bearing capacity of soil) বলে।
ভারবহন ক্ষমতা মাটির কণার বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। একে P দ্বারা প্রকাশ করা হয়।

ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য ব্যবহৃত প্রচলিত পদ্ধতিগুলোর নাম নিম্নরুপঃ

             ১। প্লেট লোড পরীক্ষা (Plate Load Test)
              ২। আদর্শ পেনিট্রেশন পরীক্ষা (Standard Penetration Test)






 Download as PDF is coming soon


Made By Sbook99


Thank You for Reading.
Share:

1 টি মন্তব্য:

  1. পুকুরে সদ্য বালু দিয়ে ভরাট করা হয়েছে ।মিনিমাম ১৪-১৬ ফিট গভীর থেকে বালু দিয়ে ভরাট করা হয়েছে পুকুর টি।এখন প্রশ্ন হলো বিল্ডিং করলে কি সমস্যা হবে ।বা কি করতে হবে ?

    উত্তরমুছুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts