✪ Plane Table Surveying ও Chain
Surveying-এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন।
বা,
প্ল্যান টেবিল জরিপ ও শিকল জরিপ -এর মধ্যে পার্থক্য লিখুন।
➤ উত্তর
প্লেন টেবিল জরিপঃ
১. মাঠের
কাজ ও নকশায়নের কাজ সমসময়ে সম্পাদন করা যায়।
২. থিওডোলাইট
স্টেশনের মধ্যবর্তী এলাকার তথ্যাদি সন্নিবেশ করা যায়।
৩. কৌনিক
পরিমাপ ও দৈর্ঘীয় পরিমাপ (বিশেষ ক্ষেত্র ছাড়া) না নিয়ে জরিপ করার যায়।
৪. দ্রুত
নকশায়নও মাঠে কাজ সম্পাদন করা যায়।
৫. কম
খরচে, কম আয়াসে, কম সময়ে এবং একই
সঙ্গে জরিপকরণ ও নকশা প্রণয়ন করা যায়।
৬. সমতল
ভূমির ক্ষেত্রে এ জরিপ বিশেষভাবে উপযোগী।
৭. কোন
জরিপ এলাকার বিভিন্ন তথ্যাদির (যেমন ইমারত পোষ্ট রাস্তা ইত্যাদির) নকশায়নে এ জরিপ
করা সহজ সাধ্য।
৮. বৃষ্টি
কালে এ জরিপ করা যায় না।
৯. সরাসরি
পরিমাপ গ্রহণ করতে হয় না, বিধায় বন্ধুর ও পার্বত্য এলাকায়
সহজে এ জরিপ করা যায়।
শিকল জরিপঃ
১. কোন
এলাকার সীমানা নির্ধারণের জন্য তথ্যাদি সংগ্রহকরণ করা হয়।
২. কোন
এলাকার ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
৩. কোন
এলাকার নকশা তৈরি করা যায়।
৪. পূর্ব
জরিপের নির্ধারিত সীমানা পুনঃ স্থাপন করা যায়।
৫. ভূমি বন্টন করা যায়।
৬. ভূমির
বন্ধুরতা, নদ, নদী, জঙ্গল ও অন্যান্য প্রাকৃতিক বা কৃত্রিম প্রতিবন্ধকতার কারণে অনেক ক্ষেত্রেই
শিকল জরিপ উপযোগী নয়।
৭. অধিক
প্রতিবন্ধকতা সম্পন্ন এলাকা যেমন- শহর এলাকা, ঘন বসতি
সম্পন্ন এলাকা ইত্যাদি শিকল জরিপ করা কষ্টসাধ্য।
Made By Sbook99
Website: http://www.sbook99.tk
Website: https://sbook99.blogspot.com
Website: https://sbook9.wordpress.com
Facebook Page: https://www.facebook.com/sbook99
Thank You for Reading.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন