প্ল্যান টেবিল জরিপ ও শিকল জরিপ -এর মধ্যে পার্থক্য লিখুন

Plane Table Surveying Chain Surveying-এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন।
বা, প্ল্যান টেবিল জরিপ ও শিকল জরিপ -এর মধ্যে পার্থক্য লিখুন

উত্তর

প্লেন টেবিল জরিপঃ
. মাঠের কাজ ও নকশায়নের কাজ সমসময়ে সম্পাদন করা যায়।
. থিওডোলাইট স্টেশনের মধ্যবর্তী এলাকার তথ্যাদি সন্নিবেশ করা যায়।
. কৌনিক পরিমাপ ও দৈর্ঘীয় পরিমাপ (বিশেষ ক্ষেত্র ছাড়া) না নিয়ে জরিপ করার যায়।
. দ্রুত নকশায়নও মাঠে কাজ সম্পাদন করা যায়।
. কম খরচে, কম আয়াসে, কম সময়ে এবং একই সঙ্গে জরিপকরণ ও নকশা প্রণয়ন করা যায়।
. সমতল ভূমির ক্ষেত্রে এ জরিপ বিশেষভাবে উপযোগী।
. কোন জরিপ এলাকার বিভিন্ন তথ্যাদির (যেমন ইমারত পোষ্ট রাস্তা ইত্যাদির) নকশায়নে এ জরিপ করা সহজ সাধ্য।
. বৃষ্টি কালে এ জরিপ করা যায় না।
. সরাসরি পরিমাপ গ্রহণ করতে হয় না, বিধায় বন্ধুর ও পার্বত্য এলাকায় সহজে এ জরিপ করা যায়।

শিকল জরিপঃ
. কোন এলাকার সীমানা নির্ধারণের জন্য তথ্যাদি সংগ্রহকরণ করা হয়।
. কোন এলাকার ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
. কোন এলাকার নকশা তৈরি করা যায়।
. পূর্ব জরিপের নির্ধারিত সীমানা পুনঃ স্থাপন করা যায়।
ভূমি বন্টন করা যায়।
. ভূমির বন্ধুরতা, নদ, নদী, জঙ্গল ও অন্যান্য প্রাকৃতিক বা কৃত্রিম প্রতিবন্ধকতার কারণে অনেক ক্ষেত্রেই শিকল জরিপ উপযোগী নয়।
. অধিক প্রতিবন্ধকতা সম্পন্ন এলাকা যেমন- শহর এলাকা, ঘন বসতি সম্পন্ন এলাকা ইত্যাদি শিকল জরিপ করা কষ্টসাধ্য।




💎Download as Picture




Made By Sbook99


Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts