এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে (1:6) অনুপাতে মালামাল নির্ণয়


1 ঘনমিটার ইটের গাঁথনীর কাজে (1:6) অনুপাতে মালামাল সিমেন্ট, বালি ও ইটের পরিমাণ নির্ণয় করে দেখাও।


সমাধান:
ইটের কাজে শুকনা মসলার প্রয়োজন = 35%
অনুপাতের যোগফল = 1 + 6 = 7

প্রচলিত ইটের প্রয়োজন = $ \frac{1}{0.254\times0.127\times0.076}$ = 410 টি

এক ঘনমিটার ইটের গাথুনীর কাজে শুকনা মসলার আয়তন = 1 × 0.35 = 0.35 m3

∴ সিমেন্ট = $ \frac{0.35\times1}{7}$ = 0.05 m3
                            =0.05 × 30 bag [@30 bag/m3]
                            = 1.5 ব্যাগ

∴ বালি = $ \frac{0.35\times6}{7}$ = 0.30 m3




Writen By ___SHUVONGKOR___
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts