✪ Bangladesh P.W.D. Specifications অনুসারে একটি ইটের Standard Size কত? ইটের গুণাগুণ নির্ণয়ের জন্য দুটি Field Test সংক্ষেপে
লিখুন।
➤ উত্তরঃ
বাংলাদেশী ইটের মান সম্মত
পরিমাপ ২৪০ মিমি x ১১২ মিমি x ৭০ মিমি অপেক্ষা ৩.১৭৫ মিমি
কম বা বেশি হতে পারে।
ইটের গুণাগুণ নির্ণয়ে
মাঠে ইট পরীক্ষা (Field Test of Bricks):
নিচে মাঠে ইট যাচাইকরণ বা
নিরীক্ষার জন্য কয়েকটি পদ্বতি উল্লেখ করা হল।
১। একটি ইট নিতে হবে। এর
পৃষ্ঠে নখের সাহায্যে আঁচড় কাটার চেষ্টা করতে হবে। যদি আঁচড় কাটা যায় তবে ইটটি ভাল
নয়। যদি আঁচড় না কাটা যায় তবে ইটটি দৃঢ়াবদ্ধ গঠনের ভাল ইট।
২। একটি ইটকে অন্য একটি ইট বা
হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে। যদি পরিষ্কার বাজনা বা ধাতব আঘাতের শব্দ হয় তবে ভাল
ইট।
৩। দুটি ইট নিতে হবে। এদেরকে T এর মত স্থাপন করে ১.৫ মি থেকে ১.৭ মি উপর হতে স্বাভাবিক
মাটির উপরে স্বাভাবিক অবস্থায় ছেড়ে হবে। যদি ভেঙ্গে যায় তবে ভাল ইট নয়, যদি না ভাঙ্গে তবে ভাল ইট।
৪। একটি ইট ভেঙ্গে টুকরা টুকরা
করতে হবে। যদি এগুলোতে ছিদ্রের পরিমাণ অধিক পরিলক্ষিত হয়, তবে ইট ভাল নয়।
৫। ইটের টুকরাগুলো দেখতে হবে।
যদি এগুলোতে ভিন্ন ভিন্ন রং দেখা যায় তবে ইট ভাল নয়। কিন্তু যদি একই গাঢ় লাল রং বা
তাম্র রং দেখা যায়, তবে ভাল
ইট। S
Made By Sbook99
Thank You for Reading.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন