Loading [MathJax]/jax/element/mml/optable/Latin1Supplement.js

ভিত্তি কি? ভিত্তির প্রশস্থতা ও ভিত্তির গভীরতা নির্ণয়ে (র‍্যানকিনের) সূত্রটি নোটেশনসহ লিখ।

base-base-amplitude-rankines-law-cover
ভিত্তি কি? ভিত্তির প্রশস্থতা ও ভিত্তির গভীরতা নির্ণয়ে (র‍্যানকিনের) সূত্রটি নোটেশনসহ লিখ
উত্তরঃ

ভিত্তিঃ ভিত্তি বা ফাউন্ডেশন কাঠামোর  সর্বনিম্ন অংশ, যার মাধ্যমে কাঠামোর লোড ভিত্তি তলে স্থানান্তর করে এটা সুপার স্ট্রাকচারের মেইন হিসেবে কাজ করে সুতরাং কাঠামোর নিজন্ব ওজন এবং এর উপরস্থ অন্যান্য ওজনকে মাটির শক্ত করে স্থানান্তর করার জন্য কাঠামোর যে ভূনিম্নস্থ অংশ কংক্রিট ব্লক, পাইল, র‍্যাফট, গ্রীলেজ ইত্যাদির সমন্বয়ে কৃত্রিম ভাবে তৈরি করা হয় তাকে ভিত্তি বলে

র‍্যানকিনের সুত্রঃ
র‍্যানকিনের সূত্রানুসারে  ভিত্তির গভীরতা,
D =   \frac {P}{W} ( \frac{1 - sinØ}{1 + sinØ})2


এখানে,   P = মাটির ভারবহন ক্ষমতা,
 D = ভিত্তির গভীরতা, মিটার
 W = মাটির একক আয়তনের ওজন
 Ø = স্থিরতা কোণ



ভিত্তির প্রশস্থতা নির্ণয়ঃ ভিত্তিগুলোর উপর কাঠামো থেকে আগত প্রতি মিটারে মোট লোড (ফুটিং এর নিজস্ব ওজনসহ) নির্ণয় করে মাটির ভারবহন ক্ষমতা দ্বারা ভাগ করে প্রস্থ নির্ণয় করা হয়

সুত্রঃ
ভিত্তির প্রশস্থতা, L = \frac{w}{p}

এখানে, W = প্রতি মিটার মোট
           P = মাটির ভারবহন ক্ষমতা, কেজি/বর্গমিটার





Made By Sbook99


Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular