ভিত্তির গভীরতা নির্ণয় এর অংক

ভিত্তির-গভীরতা-নির্ণয়-এর-অংক
01. কোন দালানের নিম্নস্থ মাটির ভারবহন ক্ষমতা 12000 kg/m2. মাটির নিজস্ব ওজন 1600 kg/m3. এবং স্থিরতা কোণ(Angle of repose), Ø = 30° , হলে, ভিত্তির গভীরতা কত হবে?

 সমাধানঃ
দেওয়া আছে, মাটির ভারবহন ক্ষমতা, P = 12000 kg/m2
মাটির একক আয়তনের ওজন, W = 1600 kg/m3
স্থিরতা কোণ, = 30°
ভিত্তির গভীরতা, D =  $ \frac {P}{W} ( \frac{1 - sinØ}{1 + sinØ}$)2
                            =  $ \frac {12000}{1600} ( \frac{1 - sin30°}{1 + sin30°}$)2
                            = 7.5 × $ ( \frac{1 - 0.5}{1 + 0.5}$)2
    = 0.833 m

D = 83.3 cm (Ans.)


 02. একটি কাঠামোর ভিত্তির গভীরতা নির্ণয় কর ভূমিতলে মাটির ভারবহন ক্ষমতা 14000 kg/m2. মাটির নিজস্ব ওজন 1600 kg/m3. এবং স্থিরতা কোণ, Ø = 30°.

 সমাধানঃ
দেওয়া আছে, মাটির ভারবহন ক্ষমতা, P = 14000 kg/m2
মাটির একক আয়তনের ওজন, W = 1600 kg/m3
স্থিরতা কোণ, = 30°

ভিত্তির গভীরতা, D =  $ \frac {P}{W} ( \frac{1 - sinØ}{1 + sinØ}$)2
                            =  $ \frac {14000}{1600} ( \frac{1 - sin30°}{1 + sin30°}$)2
                            = 0.97 m
                            = 97 cm

D = 97 cm (Ans.)


-----------x--------x---------x--------

Made By Sbook99


Thank You for Reading.
Share:

1 টি মন্তব্য:

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts