✪ One Way & Two Way Slab এর মধ্যে প্রার্থক্য লিখুন।
➤ উত্তরঃ
One
Way & Two Way Slab এর মধ্যে প্রার্থক্য
|
||
ক্রমিক নং
|
একমুখী
স্ল্যাব (One Way Slab)
|
দ্বিমুখী
স্ল্যাব (Two Way Slab)
|
১
|
যে সব স্ল্যাবের প্রান্তদ্বয় দেওয়াল বা বীম সাপোর্টের
উপর অবস্থান করে এবং স্ল্যাবের খাটো প্রান্তদ্বয় সাপোর্ট বিহীন থাকে তাকে একমুখী
স্ল্যাব বলে।
|
যে সব স্ল্যাবের প্রান্তগুলো চারদিকের দেওয়াল বা বীমের
উপর অবস্থান করে এবং স্ল্যাবের প্রধান রিইনফোর্সমেন্ট দুই দিকেই ব্যবহার করা হয়
তাকে দ্বিমুখী স্ল্যাব বলে।
|
২
|
দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দ্বিগুণ বা
দ্বিগুণের বেশি হলে একমুখী স্ল্যাব ডিজাইন করা হয়।
|
স্ল্যাব বর্গাকার বা দৈর্ঘ্য ও প্রস্থের
অনুপাত দ্বিগুণের কম হলে দ্বিমুখী স্ল্যাব ডিজাইন করা হয়।
|
৩
|
এই স্ল্যাব দুই দিকের সমান্তরাল বীম বা দেওয়ালের উপর
অবস্থান করে।
|
এই স্ল্যাব চারদিকের বীম বা দেওয়ালের সাপোর্টের উপর
অবস্থান করে।
|
৪
|
একদিকে প্রধান রিইনফোর্সমেন্ট ব্যবহার
করা হয়।
|
উভয় দিকে প্রধান রিইনফোর্সমেন্ট ব্যবহার
করা হয়।
|
৫
|
এ স্ল্যাবের ডিজাইন পদ্ধতি সহজ
|
এ স্ল্যাবের ডিজাইন তুলনামূলক ভাবে জটিল।
|
৬
|
এ স্ল্যাবে বীম থাকার কারণে সমতল সিলিং
পাওয়া যায় না।
|
এ স্ল্যাবের সমতল সিলিং পাওয়া যায়, কারণ বীম থাকে না।
|
৭
|
কক্ষের উচ্চতা কম পাওয়া যায়।
|
কক্ষের উচ্চতা বেশি পাওয়া যায়।
|
৮
|
আলোর প্রতিফলনে বাধার সৃষ্টি করে
|
আলোর প্রতিফলনে বাধার সৃষ্টি করে না।
|
৯
|
দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় না।
|
দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়।
|
১০
|
নির্মাণ ব্যয় তুলণামূলক কম।
|
নির্মাণ ব্যয় তুলনামূলক বেশি।
|
১১
|
অগ্নি নির্বাপণ তুলনামূলক ভাবে কষ্টসাধ্য।
|
অগ্নি নির্বাপণ তুলনামূলক ভাবে সহজতর।
|
Thank You for Reading.
বীমের উপর ছাদ থাকে এখানে দ্বিমুখী স্ল্যাব কোথায় বাইয়া একটু দয়া করে বলবেন
উত্তরমুছুন