একমুখী স্ল্যাব (One Way Slab) দ্বিমুখী স্ল্যাব (Two Way Slab) এর মধ্যে প্রার্থক্য লিখুন।

One Way & Two Way Slab এর মধ্যে প্রার্থক্য লিখুন

উত্তরঃ

One Way & Two Way Slab এর মধ্যে প্রার্থক্য
ক্রমিক নং
একমুখী স্ল্যাব (One Way Slab)
দ্বিমুখী স্ল্যাব (Two Way Slab)
যে সব স্ল্যাবের প্রান্তদ্বয় দেওয়াল বা বীম সাপোর্টের উপর অবস্থান করে এবং স্ল্যাবের খাটো প্রান্তদ্বয় সাপোর্ট বিহীন থাকে তাকে একমুখী স্ল্যাব বলে
যে সব স্ল্যাবের প্রান্তগুলো চারদিকের দেওয়াল বা বীমের উপর অবস্থান করে এবং স্ল্যাবের প্রধান রিইনফোর্সমেন্ট দুই দিকেই ব্যবহার করা হয় তাকে দ্বিমুখী স্ল্যাব বলে
দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দ্বিগুণ বা দ্বিগুণের বেশি হলে একমুখী স্ল্যাব ডিজাইন করা হয়
স্ল্যাব বর্গাকার বা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দ্বিগুণের কম হলে দ্বিমুখী স্ল্যাব ডিজাইন করা হয়
এই স্ল্যাব দুই দিকের সমান্তরাল বীম বা দেওয়ালের উপর অবস্থান করে
এই স্ল্যাব চারদিকের বীম বা দেওয়ালের সাপোর্টের উপর অবস্থান করে
একদিকে প্রধান রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়
উভয় দিকে প্রধান রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়
এ স্ল্যাবের ডিজাইন পদ্ধতি সহজ
এ স্ল্যাবের ডিজাইন তুলনামূলক ভাবে জটিল
এ স্ল্যাবে বীম থাকার কারণে সমতল সিলিং পাওয়া যায় না
এ স্ল্যাবের সমতল সিলিং পাওয়া যায়, কারণ বীম থাকে না
কক্ষের উচ্চতা কম পাওয়া যায়
কক্ষের উচ্চতা বেশি পাওয়া যায়
আলোর প্রতিফলনে বাধার সৃষ্টি করে
আলোর প্রতিফলনে বাধার সৃষ্টি করে না
দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় না
দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়
১০
নির্মাণ ব্যয় তুলণামূলক কম
নির্মাণ ব্যয় তুলনামূলক বেশি
১১
অগ্নি নির্বাপণ তুলনামূলক ভাবে কষ্টসাধ্য
অগ্নি নির্বাপণ তুলনামূলক ভাবে সহজতর


One-Way-SlabTwo-Way-Slab





📗 Download as PDF






Made By Sbook99


Thank You for Reading.
Share:

1 টি মন্তব্য:

  1. বীমের উপর ছাদ থাকে এখানে দ্বিমুখী স্ল্যাব কোথায় বাইয়া একটু দয়া করে বলবেন

    উত্তরমুছুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts