ইটের গাঁথুনীর কাজের পরিমাণ নির্ণয়

ইটের-গাঁথুনীর-কাজের-পরিমাণ-cover

ইটের গাঁথুনির কাজ এর হিসাবঃ

1 m3 ইটের গাঁথুনির কাজে (1 : 6) অনুপাতে সিমেন্ট, বালি এবং ইটের পরিমাণ নির্ণয় করুন
সমাধানঃ
মসলাসহ প্রচলিত ইটের আকার = 254 mm × 127 mm × 76 mm  
মসলাসহ প্রচলিত ইটের আয়তন = 0.254 × 0.127 × 0.076 m3

1 m3 ইটের কাজে প্রয়োজনীয় ইট = $ \frac {1}{0.254 × 0.127 × 0.076}$= 407.895 ≈ 410 টি ইট

আমরা জানি, ইটের কাজে শুকনা মসলার প্রয়োজন = 35%
1 m3 ইটের গাঁথুনির কাজে শুকনা মসলার আয়তন = 1 × 0.35 = 0.35 m3

সিমেন্ট বালির অনুপাত = 1 : 6
অনুপাতের যোগফল = 1 + 6 = 7

সিমেন্ট = $ \frac {0.35}{7}$ × 1 = 0.05 m3  @ 30 Bag/m3 = 1.5 Bag
বালি = $ \frac {0.35}{7}$   × 6 = 0.3 m3           (Ans.)


120 মিটার লম্বা একটি সীমানা দেওয়ালের পুরত্ব 12.5 সেমি এবং উচ্চতা 1.5 মিটার দেওয়ালটিতে প্রতি 3 মিটার পর পর 25 × 25 সেমি সাইজের আর.সি.সি কলাম থাকলে ইটের গাঁথুনীর কাজের পরিমাণ নির্ণয়
সমাধানঃ দেওয়া আছে,
সীমানা দেওয়ালের দৈর্ঘ্য, L = 120 মিটার
উচ্চতা, H = 1.5 মিটার
আর.সি.সি কলামের আকার = 25 × 25 সেমি
কলামের সংখ্যা = $ \frac {120}{3}$ + 1 = 41 টি

কলাম বাদে দেওয়ালের দৈর্ঘ্য = 120 41 × 0.25 = 120 10.25 = 109.75 মিটার

12.5 সেমি পুরুত্বের দেয়ালের ইটের গাঁথুনীর পরিমাণ = 109.75 × 1.5 = 164.625 m2    (Ans.)




Made By Sbook99

Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts