|
➤ উত্তরঃ
ডিজাইন কোডঃ কংক্রিট কাঠামো নির্মাণে নিরাপদ অনুবিধিসমূহ বিবেচনা করে বিভিন্ন সংস্থা, কারিগরি প্রতিষ্ঠান, প্রফেশনাল গ্রুপ নীতিমালা আকারে যে বিধিসমূহ প্রকাশ করে যাতে উপাদানের গুণাগুণ, কাঠামো বিশ্লেষণ ইত্যাদি বিষয় বিবৃত থাকে তাকে ডিজাইন কোড বলে।
উদ্দেশ্যঃ জন
সাধারণকে বিপদ থেকে রক্ষা করা এবং কাঠামোর
নিরাপত্তা জনিত ভুল-ভ্রান্তি দুর করার জন্য এতে সর্বনিম্ন প্রয়োজনীয়তা
বিনির্দেশত থাকে।
ব্যবহারঃ
বিশ্বের সর্বাধিক ব্যবহৃত কোড হল American Concrete Institute সংক্ষেপে A.C.I এর কোডের নাম “Building code requirement for structural concrete”.
হাইওয়ে এবং ব্রীজের ক্ষেত্রে আমেরিকার কোড হলো – “American Association of State
Highway Official’ সংক্ষেপে AASHO.
ভারতেও ACI এর পাশাপাশি নিজেদের তৈরি কোড ব্যবহার করা হচ্ছে।
বাংলাদেশে “Bangladesh Concrete Institute” বা B.C.I,
A.C.I এর পাশাপাশি ব্যবহার শুরু হয়েছে।
রেলওয়ে ব্রীজ এবং অন্যান্য ক্ষেত্রে কোড হলো – “American Railway Engineering
Association” সংক্ষেপে AREA. এই সংস্থা কর্তৃক
প্রকাশিত কোডের নাম “Manual of Railway Engineering”.
Design Code সর্বদা Engineer এর
দিক-নির্দেশ হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অধিকাংশ দেশে বর্তমানে ACI বহুল বব্যহৃত হয়।
Made By Sbook99
Thank You for Reading.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন