প্রশ্নঃ এক ঘনমিটার ইটের কাজে কতটি ইটের প্রয়োজন হিসাব করে দেখাও।
সমাধানঃ
(ক) প্রচলিত ইটঃ
মসলাসহ ইটের আকার = 254 mm × 127 mm × 76 mm
মসলাসহ ইটের আয়তন = 0.254 × 0.127 × 0.076 m3
∴ এক ঘনমিটার ইটের কাজে প্রয়োজনীয় ইট = $ \frac{1}{0.254\times0.127\times0.076}$ = 407.9 $ \approx $ 410 টি
(খ) মেট্রিক ইটঃ
মসলাসহ ইটের আকার = 200 mm × 100 mm × 100mm
মসলাসহ ইটের আয়তন = 0.20 × 0.10 × 0.10 m3
∴ এক ঘনমিটার ইটের কাজে প্রয়োজনীয় ইট = $ \frac{1}{0.20\times0.20\times0.10}$ = 500 টি
Writen By ___SHUVONGKOR___
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন