কর্ণার রিইনফোর্সমেন্ট কি? ইহা কেন দেওয়া হয়?

Corner-Reinforcement-cover
 কর্ণার রিইনফোর্সমেন্ট কি? ইহা কেন দেওয়া হয়?
 উত্তরঃ

কর্ণার রিইনফোর্সমেন্টঃ দ্বিমুখী স্ল্যাবের উপর যখন লোড প্রযুক্ত হয়, তখন স্ল্যাবটি ডিস আকারে বিচ্যুতি ঘটতে চায় এ অবস্থায় স্ল্যাবের বহিঃস্থ কর্ণার সাপোর্ট থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করে এ ক্রিয়ার ফলে স্ল্যাবের বহিঃস্থ কোণায় টুইস্টিং মোমেন্টের সৃষ্টি হয়, যা প্রতিরোধের জন্য স্ল্যাবের বহিঃস্থ কোণায় যে বিশেষ রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় তাকে কর্ণার রিইনফোর্সমেট বলে

কর্ণার রিইনফোর্সেমেন্ট এর প্রয়োজনীয়তাঃ

দ্বিমুখী স্ল্যাব পদ্ধতিতে স্ল্যাবের বিচ্ছিন্ন বহিঃস্থ কর্ণারে, স্ল্যাবের উপর উলম্ব লোড আরোপিত হয় তখন স্ল্যাবটি ডিস আকারে বিচ্যুতি ঘটতে চায় এ অবস্থায় স্ল্যাবের কর্ণারেসাপোর্ট্ট থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করে এ ছাড়াও দ্বিমুখী স্ল্যাবের কোনো স্ট্রিপ এর পার্শ্ববর্তী স্ট্রিপের প্রভাব থেকে মুক্ত নয় লং ও কলাম স্ট্রিপে, স্ল্যাব শুধু বাঁকাই হয় না, মুচড়িয়েও যায় এরুপ মোচড়ানোর ফলে স্ল্যাব কর্ণারে টরশনাল স্ট্রেস ও টরশনাল মোমেন্ট বা টুইস্টিং মোমেন্ট উৎপন্ন হয় এরুপ টুইস্টিং মোমেন্টের ফলে স্ল্যাব প্যানেলের কর্ণ বরাবর স্ল্যাবের তলায় এবং কর্ণের সাথে আড়াআড়িভাবে স্ল্যাবের উপর পৃষ্ঠে ফাটল দেখা দেয় এ ফাটল প্রতিরোধের জন্য স্ল্যাবের বহিঃস্থ কর্ণারে স্ল্যাবের উপরে এবং নিচে বিশেষ রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় এটাই কর্ণার রিইনফোর্সমেন্ট নামে পরিচিত

Corner-Reinforcement



📗 Download as PDF 



Thank You for Reading.

Share:

৩টি মন্তব্য:

  1. প্রত্যেক রুমেই কি এটা দিতে হয়? নাকি টোটাল বিল্ডিংয়ের চারকোনায় দিতে হয়?

    উত্তরমুছুন
  2. হ্যা প্রত্যেকটি দ্বিমুখী ছাদে এটা দিতেই হবে।

    উত্তরমুছুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts