✪ প্রাইম কোট, ট্যাক কোট, সিল কোট কি?
➤ উত্তরঃ
▣ প্রাইম কোটঃ ওয়াটার বাউন্ড
ম্যাকাডাম সড়ক, গ্রাভেল সড়ক বা এ ধরনের অন্যান্য সড়কের পৃষ্ঠ হতে
ধুলাবালি সম্পুর্ণরুপে মুক্ত করে নেওয়া সম্ভব হয় না বিধায় এ ধরনের সড়ক পৃষ্ঠে
কম
সান্দ্রতার বাঁধুনী সামগ্রী বিটুমেনের হালকা স্তর প্রয়োগ করতে হয়।
সড়ক পৃষ্ঠে
প্রয়োগকৃত কম সান্দ্রতার বাঁধনী সামগ্রী বিটুমেনের হালকা স্তরকে প্রাইম কোট বলে।
সচরাচর
প্রাইম কোটে প্রতি বর্গমিটারে ১.২৫ কেজি হতে ১.৭৫ কেজি বাঁধনী ব্যবহার করা হয়।
▣ ট্যাক কোটঃ সড়ক পৃষ্ঠ ও ওয়্যারিং
সারফেস এর মধ্যে উত্তমবন্ধনের জন্য বিটুমেন সড়ক ও সিমেন্ট কংক্রিট সড়ক এর পৃষ্ঠ
পরিস্কার করে বাঁধনী সামগ্রীর (বিটুমিনজাত সামগ্রী) যে হালকা স্তর
প্রয়োগ করা
হয়। তাকে ট্যাক কোট (Tack Coat) বলে।
সচরাচর
ট্যাক কোটে প্রতিবর্গ মিটারে ১ কেজি করে বাঁধনী সামগ্রী (টার, বিটুমেন,
ক্যাট-ব্যাক) ব্যবহার করা হয়।
▣ সিল কোটঃ ওপেন ট্রেক্সছারে
নির্মিত বিটুমেন সড়ক (পেনিট্রেশন ম্যাকাডাম, বিটুমেন ম্যাকাডাম ইত্যাদি) পৃষ্ঠ
পানি অভেদ্য নয়। তাই এগুলোর পৃষ্ঠকে পানি অপ্রবেশ্য, ঘর্ষণমুক্ত,
আরামদায়ক
চলাচলের উপযোগী করার জন্য চূড়ান্তভাবে এগুলোর
পৃষ্ঠের উপর তরল বিটুমেন জাতীয় বাঁধনী ও বালি বা পাথর কুচির কম পুরুত্বের যে
আচ্ছাদান স্তর দিয়ে রোলিং করে দেয়া হয়।
এ হালকা
স্তরকে সিলকোট বলে।
সাধারণত
প্রতি ১০ বর্গমিটার সিলকোটে ১১ কেজি বাঁধনী সামগ্রী ও ০.১০ ঘনমিটার পাথর কুচি (৯
মিমি) ব্যবহার করা হয়। সিল কোট রোলিং এ ৬-৮ টানি রোলার ব্যবহার করা হয়।
Made By Sbook99
Thank You for Reading.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন