Loading [MathJax]/extensions/TeX/AMSsymbols.js

বিটুমেন এবং টার কি? এদের কাজ লিখুন।

bitumen-tar-differences
বিটুমেন এবং টার কি? এদের কাজ লিখুন।
উত্তরঃ

বিটুমেনঃ বিটুমেন কালো বা বাদামী বর্ণের বাঁধনীগুণ সম্পন্ন জৈব রাসায়নিক যৌগ বিশেষ । এগুলো কঠিন বা আধা কঠিন আকারে প্রকৃতিতে পাওয়া যায় । আবার বিটুমেন সমৃদ্ধ পেট্রোলিয়ামকে পাতনের মাধ্যমে কৃত্রিম উপায়ে রিফাইনারীতে তৈরি করা যায়। এগুলো আর্দ্রতারোধী স্তরে এবং রাস্তার কাজে, রঙ এর উপাদান হিসাবে বিশেষভাবে ব্যবহৃত হয়।

কাজঃ বিটুমেন একটি জোড়ক বা বাঁধুনীগুণ সম্পন্ন ও আর্দ্রতারোধী সামগ্রী। তাই সড়ক নির্মাণে এগ্রিগেট এর জোড়ক ও সড়ক সাবগ্রেডে পানি অনুপ্রবেশ রোধে বিটুমেন ব্যবহার করা হয়।



টারঃ বায়ুর অনুপস্থিতিতে জৈব সামগ্রীর (কয়লা, তেল, কাঠ, লিগনাইট, পিট ইত্যাদি) বিধ্বংসী পাতন করলে উপজাত হিসেবে যা পাওয়া যায় তাই টার।

কাজঃ সড়কের পেভমেন্ট নির্মাণে কোল টার ও ওয়াটার গ্যাস টার ব্যবহার করা হয়।









Made By Sbook99


Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার