➤ উত্তরঃ
USD & WSD পদ্ধতির
মধ্যে পার্থক্য
|
||
ক্রমিক নং
|
U.S.D পদ্ধতি
|
W.S.D পদ্ধতি
|
১
|
যে পদ্ধতিতে কংক্রিট ও স্টিলের সর্বোচ্চ শক্তি বিবেচনা
করে স্ট্রাকচার ডিজাইন করা হয় তাকে Ultimate Stress Design বা U.S.D বলে।
|
যে পদ্ধতিতে কংক্রিট ও স্টিলের অনুমোদনযোগ্য পীড়নকে
বিবেচনা করে স্ট্রাকচার ডিজাইন করা হয় তাকে Working Stress Design বা W.S.D বলে।
|
২
|
কাঠামোর নিরাপদ সীমা বিবেচনা করে ডিজাইন
করা হয়।
|
নিরাপদ সীমা বিবেচনা করে ডিজাইন করা হয়
না।
|
৩
|
কাঠামো ডিজাইনে পদার্থসমূহের টেস্ট-স্ট্রেংথ ব্যবহার
করা হয়।
|
কাঠামো ডিজাইনে পদার্থসমূহের মডুলার রেশিও ব্যবহার করে
ডিজাইন করা হয়
|
৪
|
কংক্রিট ও স্টিলের স্ট্রেংথ বিবেচনা করে
স্ট্রাকচার ডিজাইন করা হয়।
|
পদার্থের ইলাস্টিক আচরণের ভিত্তিতে
অনুমোদনযোগ্য পীড়ন বিবেচনা করে ডিজাইন করা হয়
|
৫
|
বিভিন্ন ধরনের লোডসমূহের ক্ষেত্রে আলাদাভাবে লোড
ফ্যাক্টর ধরা হয়।
|
সকল ধরনের লোডকে সমানভাবে বিবেচনা করা হয়
|
৬
|
কাঠামোর আচরণ এবং গুণাগুণের উপর বিভিন্ন
পরীক্ষা-নিরীক্ষা করে এই ডিজাইন পদ্ধতি তৈরি করা।
|
কিছুটা সূত্র এবং গাণিতিক পদ্ধতি নির্ভর
করে ডিজাইন করা হয়।
|
৭
|
এটা আধুনিক পদ্ধতি।
|
অপেক্ষাকৃত পুরাতন পদ্ধতি
|
|
সাশ্রয়ী ডিজাইন পদ্ধতি।
|
তুলনামূলক ভাবে অসাশ্রয়ী
|
৮
|
উন্নত বিশ্বে এবং বৃহৎ স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যবহার
করা হয়
|
অনুন্নত দেশে এবং ছোট স্ট্রাকচারে ব্যবহার করা হয়।
|
📗 Download as PDF
Made By Sbook99
Thank You for Reading.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন