USD & WSD পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ


USD & WSD পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ

উত্তরঃ

USD & WSD পদ্ধতির মধ্যে পার্থক্য
ক্রমিক নং
U.S.D পদ্ধতি
W.S.D পদ্ধতি
যে পদ্ধতিতে কংক্রিট ও স্টিলের সর্বোচ্চ শক্তি বিবেচনা করে স্ট্রাকচার ডিজাইন করা হয় তাকে Ultimate Stress Design বা U.S.D বলে
যে পদ্ধতিতে কংক্রিট ও স্টিলের অনুমোদনযোগ্য পীড়নকে বিবেচনা করে স্ট্রাকচার ডিজাইন করা হয় তাকে Working Stress Design বা W.S.D বলে
কাঠামোর নিরাপদ সীমা বিবেচনা করে ডিজাইন করা হয়
নিরাপদ সীমা বিবেচনা করে ডিজাইন করা হয় না
কাঠামো ডিজাইনে পদার্থসমূহের টেস্ট-স্ট্রেংথ ব্যবহার করা হয়
কাঠামো ডিজাইনে পদার্থসমূহের মডুলার রেশিও ব্যবহার করে ডিজাইন করা হয়
কংক্রিট ও স্টিলের স্ট্রেংথ বিবেচনা করে স্ট্রাকচার ডিজাইন করা হয়
পদার্থের ইলাস্টিক আচরণের ভিত্তিতে অনুমোদনযোগ্য পীড়ন বিবেচনা করে ডিজাইন করা হয়
বিভিন্ন ধরনের লোডসমূহের ক্ষেত্রে আলাদাভাবে লোড ফ্যাক্টর ধরা হয়
সকল ধরনের লোডকে সমানভাবে বিবেচনা করা হয়
 কাঠামোর আচরণ এবং গুণাগুণের উপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে এই ডিজাইন পদ্ধতি তৈরি করা
কিছুটা সূত্র এবং গাণিতিক পদ্ধতি নির্ভর করে ডিজাইন করা হয়
এটা আধুনিক পদ্ধতি
অপেক্ষাকৃত পুরাতন পদ্ধতি

সাশ্রয়ী ডিজাইন পদ্ধতি
তুলনামূলক ভাবে অসাশ্রয়ী
উন্নত বিশ্বে এবং বৃহৎ স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়
অনুন্নত দেশে এবং ছোট স্ট্রাকচারে ব্যবহার করা হয়


 📗 Download as PDF



Made By Sbook99


Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts