রাস্তার নির্মাণে কাজ এর হিসাব

রাস্তার-নির্মাণে-কাজ-এর-হিসাব

রাস্তার নির্মাণে কাজ এর হিসাব:

এক বর্গমিটার জায়গায় এক স্তর ইটের সোলিং করতে কতগুলি ইট এবং কী পরিমাণ চিকন বালির প্রয়োজন?
উত্তরঃ প্রচলিত ইট ৩১ টি ও মেট্রিক ইট ৫০ টি এবং চিকন বালি ০.০১৫ ঘনমিটার

১০০ মিটার দীর্ঘ রাস্তার উভয় পার্শ্বে এজিং করতে কতগুলো ইট প্রয়োজন?
উত্তরঃ এজিং এর প্রয়োজনীয় ইট = ২ × ১০০ মিটার @ ৮ টি ইট/ মিটার = ১৬০০ টি ইট
          এবং মেট্রিক ইট = ২ × ১০০ মিটার @ ১০ টি ইট/মিটার = ২০০০ টি ইট

এক কিলোমিটার দীর্ঘ এবং ৬ মিটার চওড়া রাস্তার সোলিং করতে কতটি ইট এর প্রয়োজন?
উত্তরঃ রাস্তার প্রস্থ (এজিং বাদে) = ৬ (২ × ০.০৭৫) = ৫.৮৫ মিটার
এজিং বাদে রাস্তার ক্ষেত্রফল = ১০০০ × ৫.৮৫ = ৫৮৫০ বর্গমিটার
প্রচলিত ইট = ৫৮৫০ বর্গমিটার @ ৩১ টি ইট/বর্গমিটার = ১৮১৩৫০ টি
মেট্রিক ইট = ৫৮৫০ বর্গমিটার @ ৫০ টি ইট/বর্গমিটার = ২৯২৫০০ টি

১০০ মিটার দীর্ঘ রাস্তার উভয় পার্শে ইটের এজিং করতে কয়টি ইটের প্রয়োজন?
উত্তরঃ প্রচলিত ইটের সাইজ = ২৫৪ মিমি × ১২৭ মিমি × ৭৬ মিমি

৭৫ মিমি পুরুত্বে এজিং এর ক্ষেত্রে প্রয়োজনীয় ইট = $ \frac {100}{0.127}$× 2 = ১৫৭৪ টি ইট
এবং ১২৭ মিমি পুরুত্বে এজিং এর ক্ষেত্রে প্রয়োজনীয় ইট =$ \frac {100}{0.075}$× 2 = ২৬৬৮ টি ইট

এক কিলোমিটার দীর্ঘ এবং ১০ মিটার চওড়া রাস্তার সোলিং করতে কতটি ইট এবং বালির প্রয়োজন?
উত্তরঃ রাস্তার দৈর্ঘ = ১ কিলোমিটার = ১০০০ মিটার
রাস্তার চওড়া বা প্রস্থ (এজিং বাদে) = ১০ (২ × ০.০৭৫) = ৯.৮৫ মিটার [এজিং এর পুরত্ব = ৭.৫ সেমি ধরে]

এজিং বাদে রাস্তার ক্ষেত্রফল = ১০০০ × ৯.৮৫ = ৯৮৫০ বর্গমিটার

প্রচলিত ইট = ৯৮৫০ বর্গমিটার @ ৩১ টি ইট/বর্গমিটার = ৩০৫৩৫০ টি
মেট্রিক ইট = ৯৮৫০ বর্গমিটার @ ৫০ টি ইট/বর্গমিটার = ৪৯২৫০০ টি

বালির পরিমাণ = ৯৮৫০ বর্গমিটার @ ০.০১৫ ঘনমিটার/বর্গমিটার = ১৪৭.৭৫ ঘনমিটার






Made By Sbook99


Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts