✪ অ্যাডমিক্সার কী? ইহা কী উদ্দেশ্যে
ব্যবহার করা হয়?
➤ উত্তরঃ
অ্যাডমিক্সার (Admixture): যে সকল পদার্থ কংক্রিটে ব্যবহার করলে কংক্রিটের গুণাগুণ
বৃদ্ধি পায় তথা কংক্রিটের শক্তি বৃদ্ধি পায়, তাকে
অ্যাডমিক্সার বলে।
যেমন - ঠান্ডা আবহাওয়ায় সিমেন্টের বিক্রিয়াকে ত্বরান্বিত
করার জন্য সিমেন্ট এর ওজনের ১.৫% ক্যালসিয়াম ক্লোরাইড Accelerator হিসেবে ব্যবহার করা হয়।
আজকাল বিভিন্ন ধরনের Admixture
এর ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন -
➱Water reducing Admixture
➱Superplasticizer
➱Air Entraining
➱Retarding
➱Corrosion Inhibitors
➱Alkali-Aggregate Reaction Inhibiting
➱Shrinkage Reducing
অ্যাডমিক্সার
নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করা হয়ঃ
১. পানি নিরোধক গুণাগুণ প্রদান করতে।
২. কিউরিং ত্বরান্বিত করতে।
৩. কংক্রিটের কার্য উপযোগিতা বৃদ্ধি করতে।
৪. কংক্রিটের স্থায়িত্বতা বৃদ্ধি করতে।
৫. কংক্রিটকে কঠিন বা জমাট বাঁধাকে দ্রুততর করতে।
Made By Sbook99
Thank You for Reading.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন