✪ প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখ।
➤ উত্তরঃ বাংলা একাডেমি প্রবর্তিত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম নিম্নরুপঃ
১. তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও
অপরিবর্তিত থাকবে। কারণ এসব শব্দের বানান ও ব্যাকরণগত প্রকরণ ও পদ্ধতি নির্দিষ্ট
রয়েছে।
তবে এ বানান রীতিতে যেসব ক্ষেত্রে ব্যতিক্রম প্রস্তাবিত হয়েছে তা অনুসৃত
হবে।
২. যেসব বানানে মূল সংস্কৃত ই-কার, ঈ-কার এবং
উ-কার ও ঊ-কার উভয়ই শুদ্ধ হিসেবে গ্রহণ করেছে, সে
বানানগুলোতে শুধু ই-কার এবং উ-কার হবে। যেমন- কিংবদন্তি, খঞ্জনি,
চিৎকার, ধ্বনি,
দুলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মসি, উর্ণা,
উষা ইত্যাদি।
৩. রেফ-এর পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- অর্চনা, অর্জন, অর্থ, কর্তন,
কার্য, বর্জন, বার্তা,
সূর্য ইত্যাদি।
৪. ক,খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তঃস্থ ম স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার,
ভয়ংকর, সংগীত, শুভংকর,
সংঘটন ইত্যাদি। বিকল্পে ঙ লেখা যাবে। ক্ষ- এর পরে সর্বত্র ঙ হবে।
যেমন- আকাঙ্ক্ষা।
৫. ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণে s এর জন্য 'স' এবং sh, sion, ssion, tion এর জন্য সাধারণত 'শ' হবে।
যেমন- স্টেশন, কমিশন, শার্ট
ইত্যাদি।
Made By Sbook99
Thank You for Reading.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন