✪➤ বালির সূক্ষ্মতা গুণাংক বলতে কি বুঝায়? নিম্নের তথ্যাদি হতে ৫০০ গ্রাম বালির সূক্ষ্মতার গুণাংক (F.M) নির্ণয় করুন।
চালুনি নং
|
৪
|
৮
|
১৬
|
৩০
|
৫০
|
১০০
|
অবশেষ (গ্রাম)
|
৫
|
২৫
|
৫০
|
২০০
|
১১০
|
📗 উত্তরঃ
বালির সূক্ষ্মতা গুণাংকঃ বালির সূক্ষ্মতা গুণাংক মূলত বস্তুর আকার সম্পর্কে ধারনা দেয়। বস্তুর আকার
যত ছোট হয়, এ গুণাংকের মান তত কম
হয় এবং বস্তুর আকার যত বড় হয়, এ গূনাংকের মান তত বেশি হয়।
উপরে বড় ছিদ্রের ক্রমান্বয়ে ছোট ছিদ্রের ব্রিটিশ প্রমাণ
সাইজের ৩ ইঞ্চি, ১.৫ ইঞ্চি, ০.৭৫ ইঞ্চি, ৪ নং, ৮
নং, ১৬ নং, ৩০ নং, ৫০ নং ও ১০০ নং চালুনিগুলো সাজিয়ে বালি চাললে সকল চালুনির অবশেষের পুঞ্জিভূভ
শতকরা হারের সমষ্টিকে ১০০ দিয়ে ভাগ করলে বালির সূক্ষ্মতা গুণাংক (F.M) পাওয়া যায়।
Fineness Modulus (F.M) নির্ণয়ঃ
নমুনার ওজন = ৫০০ গ্রাম
চালুনি নং
|
অবশেষ (গ্রাম)
|
পুঞ্জীভূত অবশেষ (গ্রাম)
|
% পুঞ্জীভূত অবশেষ
|
সূক্ষ্মতা গুণাংক
|
৪
|
৫
|
৫
|
১
|
$\frac {247}{100}$= 2.47 |
৮
|
২৫
|
৩০
|
৬
|
|
১৬
|
৫০
|
৮০
|
১৬
|
|
৩০
|
২০০
|
২৮০
|
৫৬
|
|
৫০
|
১১০
|
৩৯০
|
৭৮
|
|
১০০
|
৬০
|
৪৫০
|
৯০
|
|
মোট = ২৪৭
|
কিভাবে
নির্ণয় করতে হয়?
১. প্রথমে
প্রতিটি চালুনির পুঞ্জীভূত অবশেষ হিসাব করতে হবে উক্ত চালুনির অবশেষ থেকে উপরের
সবগুলো চালুনির যোগ করে। যেমনঃ উপরের ছকে ১৬ নং চালুনির পুঞ্জীভূত অবশেষ = ৫০ +
২৫ + ৫ = ৮০
২. তারপর
শতকরা পুঞ্জীভূত অবশেষ হিসাব করতে হবে পুঞ্জীভূত অবশেষ কে নমুনার মোট ওজন দিয়ে ভাগ
করে এবং ১০০ দিয়ে গুণ দিয়ে। যেমনঃ উপরের ছকে ৩০ নং চালুনির % পুঞ্জীভূত অবশেষ = $\frac{280}{500}$ × 100 = 56
৩. তারপর
শুধু সবগুলো % পুঞ্জীভূত অবশেষ যোগ করে ১০০ দিয়ে ভাগ করলেই বালির সূক্ষ্মতা গুণাংক
পাওয়া যাবে।
[নিজের করা অংকের নির্ভুলতা যাচাই করতে সফটওয়্যার টি ডাউনলোড করুন]
Made By Sbook99
Thank You for Reading.
খুব ভাল লিখেছেন ভাই। শুকরিয়া । নিশ্চই নতুনদের বালির পরিমাপের পদ্ধতি জানতে সহায়ক হবে।
উত্তরমুছুন