BPSC এর অধীনে TTC এর Instructor পদের বাছাই পরীক্ষা ২০১৮
প্রশ্ন ও উত্তর
সেট ০৩ কোডঃ
আশালতা পূর্ণমানঃ
১০০ সময়ঃ ১
ঘন্টা
১. বাংলা
ভাষার আধুনিক যুগের সূচনার সাল ধরা হয়? উত্তরঃ ১৮০০
২. The king left ___
heir. Ans. an
৩. “পায়ের আওয়াজ
পাওয়া যায়” নাটকটির রচয়িতা কে? উত্তরঃ সৈয়দ শামসুল হক
৪. বাংলা সন
প্রবর্তন করেন কে? উত্তরঃ সম্রাট আকবর
৫. বাংলা
গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিতে “আলালি ভাষা” আখ্যা
দেওয়া হয়? উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
৬.
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?
উত্তরঃ তৈরি পোশাক
৭. Alas! I am undone.
Here ‘alas’ is ___. Ans.
interjection
৮. মারমা
উপজাতির পারিবারিক কাঠামো? উত্তরঃ পিতৃতান্ত্রিক
৯. গণতন্ত্রের
সূচনা হয় কোন দেশে? উত্তরঃ গ্রীস
১০. ‘শ্রীকান্ত’ – উপন্যাস এর
রচয়িতা কে? উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১. What kind of noun is ‘cattle’? Ans. Collective
১২. বরেন্দ্র
অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চল বোঝায়? উত্তরঃ রাজশাহী
১৩. একটি
সমকোনী ত্রিভূজের অতিভূজ বাদে অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মিটার ও ৬ মিটার । ত্রিভুজটির
ক্ষেত্রফল কত? উত্তরঃ ২৪ বর্গ মিটার
১৪. 2x + y = 8 এবং 3x – 2y = 5 হলে, x
ও y এ মান কত? Ans.
3, 2
১৫. ‘রতন’ চরিত্রটি
কোন ছোট গল্পের অন্তর্গত । উত্তরঃ পোষ্টমাস্টার
১৬. “মহাশ্মশান’
মহাকাব্যটির রচয়িতা কে? উত্তরঃ কায়কোবাদ
১৭. দুই
বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২ হলে বৃত্তদুটির ক্ষেত্রফলের অনুপাত
কত? Ans. ৯:৪
১৮. ‘চিকনগুনিয়া’ কিসের
মাধ্যমে ছড়ায়? উত্তরঃ এডিস মশার মাধ্যমে
১৯. ILO এর
সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর;
জেনেভায়
২০. ২১ শে
ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?
উত্তরঃ UNESCO
২১. কবি
শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)
২২. বিশ্বের
বৃহত্তম হৃদের নাম কি? উত্তরঃ কাস্পিয়ান সাগর
২৪. The child cried for
____ mother. Ans. it’s
২৫. Which one is an
interrogative sentence? Ans. Does he read a book?
২৬. মুক্তিযুদ্ধে
বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তরঃ ১১ টি
২৭. পাঁচ
অংকের ক্ষুদ্রতম ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
উত্তরঃ ১
২৮. সাবান
শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায় কি? উত্তরঃ গ্লিসারিন
২৯. শুদ্ধ
বানান কোনটি? উত্তরঃ প্রতিযোগিতা
৩১. $\log _{\sqrt3}81$= কত? Ans. 8
৩২. বৈদ্যুতিক
পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়? উত্তরঃ একই হয়
৩৩. ভাষার
জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের এক জনের নাম উল্লেখ করুন। উত্তরঃ
সালাম
৩৪. A friend ___ need is
friend indeed. Ans. in
৩৫. ক্রিকেট
এ বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা পায়? উত্তরঃ ২০০০ সালে
৩৬. গোলকের ব্যাসার্ধ r হলে উহার আয়তন সমান কত? উত্তরঃ $\frac{4}{3}\pi r^3$
৩৭. এক
গ্যালনে কত লিটার? উত্তরঃ ৪.৫৪৪ লিটার
৩৮. ‘সাঝেঁর মায়া’ কবিতাটির
রচয়িতা কে? উত্তরঃ সুফিয়া কামাল
৩৯. দুইটি
ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৯ হবে। উত্তরঃ ৪ এবং ৫
৪০. ‘লাল সালু’ উপন্যাসটির
রচয়িতা কে? উত্তরঃ সৈয়দ ওয়ালিউল্লাহ
৪১.
বাংলাদেশের তৈরী প্রথম ল্যাপটপ এর নাম কী? উত্তরঃ দোয়েল
৪২. The word ‘ecological’ is related to ____. Ans. Pollution
[দুষণ]
৪৩. ATM এর
পূর্ণরুপ কী? উত্তরঃ Automatic Teller Machine
৪৪. Fill in the blank: I wish I ____the wings of a bird. had
৪৫. My friend always goes home ____foot. Ans. on
৪৬. নিম্নে
উল্লেখিত শব্দজুটির মধ্যে কোনটিকে দ্বিরুক্ত শব্দ বলে?
উত্তরঃ হাতে হাতে
৪৭. A = 3, m = 2, n = 1 হলে (a m)n = এর
মান কত? Ans. 9
৪৮. ‘Few and far between’ means
____. Ans. rarely [বিরল]
৪৯. ‘আমার সোনার
বাংলা, আমি তোমায় ভালবাসি’ – গানটির রচয়িতা কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৫০. বৃত্তের
একই চাপের উপর কেন্দ্রস্থ কোন পরিধিস্থ কোনের কয় গুন?
উত্তরঃ দ্বিগুন
৫২.
মৌমাছিতে কোন এসিড থাকে? উত্তরঃ ফরমিক এসিড
৫৩. Find out the correctly spelt word___ Ans. Satellite
৫৪. No man can ___ alone. Ans. live
৫৫. সূর্য
কিরণ থেকে যে ভিটামিন পাওয়া যায়? উত্তরঃ ভিটামিন D
৫৬. The greater the demand ____the price. Ans. the higher
৫৭. ‘কবর’ কবিতার
রচয়িতা কে? উত্তরঃ জসীমউদ্দিন
৫৮. ‘He is poor but honest’ – in this sentence which is conjunction? Ans. but
৫৯. ‘If you read, you will learn.’ – This sentence is a ___
sentence. Ans. Complex
৬০. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? উত্তরঃ ১৮০১ সালে
৬১. 66 $\frac{2}{3}$% সমান কত? উত্তরঃ $\frac{2}{3}$
৬২. দুই সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০ । একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত? উত্তরঃ ২০
Solved by Shuvongkor Barman
৬১. 66 $\frac{2}{3}$% সমান কত? উত্তরঃ $\frac{2}{3}$
৬২. দুই সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০ । একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত? উত্তরঃ ২০
[অপর সংখ্যা
= $\frac{L.C.M \times G.C.F}{The Other Number}$ = $\frac{২ \times ৩৬০}{৩৬}$ = ২০ ]
৬৩. x = $\sqrt3$ + $\sqrt2$ হলে, x 2 + $\frac{1}{x^2}$ এর মান কত? Ans.
৬৩. x = $\sqrt3$ + $\sqrt2$ হলে, x 2 + $\frac{1}{x^2}$ এর মান কত? Ans.
৬৪. সূর্য
দীঘলবাড়ী চলচিত্রের পরিচালক কে? উত্তরঃ জহির রায়হান
৬৫. প্রথম
সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কথায়? উত্তরঃ ঢাকা
৬৭. মনপুরা – ৭০ কি?
উত্তরঃ একটি চিত্রকর্ম
৬৮. বাংলা
ভাষার রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? উত্তরঃ সংবাদ প্রভাকর
৬৯. কোন
ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? উত্তরঃ প্রকৃত
৭০. এশীয়
উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? উত্তরঃ ম্যানিলা
৭১. “আমাদের ছোট
নদী চলে বাঁকে বাঁকে” কবিতার চরনটির রচয়িতা কে? উত্তরঃ রবীন্দ্রনাথ
ঠাকুর
৭২. ‘ক্ষুধার
রাজ্যে পৃথিবী গদ্যময়’ চরনটির রচয়িতা কে? উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
৭৩. বিদ্যুত
শক্তির হিসাব নিকাশে ব্যবহৃত একক কি? উত্তরঃ কিলোওয়াট ঘন্টা
৭৪. What is the past participle form of ‘put’? Ans. put
৭৫. ১৯২১
সালে প্রতিষ্ঠিত হয় কি? উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
৭৬. ‘In no time’ means___. Ans.
very quickly
৭৭. নিচের
কোন সংখ্যাটি মৌলিক? উত্তরঃ ২
৭৮. 4 x+1 = 32 হলে, x = কত? Ans. $\frac{3}{2}$
৭৯. বাংলা
সাহিত্য চলিত রীতির ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠ পথ প্রদর্শক কে ছিলেন?
উত্তরঃ প্রমথ চৌধুরী
৮০. চিনির
মূল্য ২০% কমলো কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয়
শতকরা কত বাড়লো বা কমলো? উত্তরঃ
৮১. এক
কিলোমিটার সমান কত মাইল? উত্তরঃ ০.৬২১ মাইল
৮২. ভরের
আন্তর্জাতিক একক কী? উত্তরঃ কিলোগ্রাম
৮৩. ‘কবর’ নাটকের
রচয়িতা কে? উত্তরঃ মুনীর চৌধুরী
৮৪. 13 cm
ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 cm দূরত্বে অবস্থিত
জ্যা এর দৈর্ঘ্য কত? উত্তরঃ
৮৫. Sky is to ‘bird’ as water is to ___. Ans. fish
৮৬. A poem of fourteen lines is called _____. Ans. Sonnet
৮৭. The word “Parent” means ____. Ans. Father and Mother
৮৮. অসমাপ্ত
আত্মজীবনী গ্রন্থের লেখক কে? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৮৯. I saw _____ beggar. Ans. a one-eyed
৯০. জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ‘বায়ান্নর দিনগুলো’ তে
কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন ? উত্তরঃ মহিউদ্দিন আহমদ
৯১. যদি A = {১, ২, ৩}, B = {২, ৩, ৫} হয়, তবে A ∩ B = কত?
উত্তরঃ {২, ৩}
৯২.
শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ হতে? উত্তর; সুইডেন
৯৩. ১, ৩, ৫, ৭ অনুক্রমটির ১২ তম পদ কোনটি? উত্তরঃ
২৩
৯৪. William Wordsworth was a _____. Ans. poet
৯৫. এক অশ্ব
ক্ষমতা কত ওয়াটের সমান? উত্তরঃ ৭৪৬ ওয়াট
৯৬. ‘দত্তা’ উপন্যাসটি
কার লেখা? উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৯৭. ২৬১ টি
আম তিন ভাইয়ের মধ্যে $\frac{১}{৩}$:$\frac{১}{৫}$:$\frac{১}{৯}$ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? উত্তরঃ ১৩৫ টি
৯৮. পরপর
চারটি সংখ্যার গুনফল ৩৬০ হলে তাদের যোগফল কত? উত্তরঃ ১৮
[৩×৪×৫×৬ = ৩৬০ এবং ৩+৪+৫+৬ = ১৮]
৯৯. “হাত” শব্দটি
উদ্ধৃত কোন বাক্যে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ তার লেখার হাত
আছে
১০০. বাংলা
বর্ণমালাকে মোট কয়টি ভাবে ভাগ করা যায়? উত্তরঃ ২ ভাগে
Solved by Shuvongkor Barman
Website: https://sbook99.blogspot.com
Website: https://sbook9.wordpress.com
Facebook Page: https://www.facebook.com/sbook99/
Thank You for Reading.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন