Super Elevation কি এবং এটি কেন দেওয়া হয়?

Super Elevation কি এবং এটি কেন দেওয়া হয়?
উত্তরঃ

Super Elevation: সড়ক বা রেলপথের বাঁকে ভিতরের দিক অপেক্ষা বাইরের দিক উঁচু করার পরিমাণকে সুপার এলিভেশন (Super Elevation) বা Cant বা Banking বলে।
      
নিচে উল্লেখিত প্রয়োজনে বাঁকে সুপার এলিভেশন দেওয়া হয়ঃ

   ১। কেন্দ্রাতিগ বল প্রতিরোধের জন্য এবং বাঁক অতিক্রম কালে গাড়ি উলটে পড়ার হাত থেকে রক্ষার জন্য।
   ২। যাত্রীদের ভ্রমণে স্বাচ্ছন্দতা ও অবাঞ্চিত ঝাঁকুনি ও হেলে পড়া হতে রক্ষার জন্য।
   ৩। সড়ক পৃষ্ঠের পানি নিষ্কাশনে সহায়তার জন্য।
   ৪। গাড়ির চাকাসমূহে পতিত বলের সাম্যতা থাকে ফলে সড়ক পৃষ্ঠের ক্ষয়ক্ষতি কম হয়









Made By Sbook99


Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts