প্রি-স্ট্রেসড কংক্রিট Prestressed concrete বলতে কী বুঝায়? ইহা কোথায় ব্যবহৃত হয়? ইহার সুবিধা ও অসুবিধাগুলো লিখ।

প্রি-স্ট্রেসড কংক্রিট
প্রি-স্ট্রেসড কংক্রিট বলতে কী বুঝায়? ইহা কোথায় ব্যবহৃত হয়? ইহার সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
উত্তরঃ

প্রি-স্ট্রেসড কংক্রিটঃ অতি উচ্চ শক্তি সম্পন্ন কংক্রিট এবং স্টীল ব্যবহারের মাধ্যমে কংক্রিটের এমন পরিমাণ ও বিস্তৃতির অভ্যন্তরীণ পীড়ন প্রবর্তন করা হয়, যাতে এটা বহিঃস্থ ভার হতে উদ্ভূত পীড়নকে ঈপ্সিত মাত্রায় প্রশমিত করে, তাকে প্রি-স্ট্রেসড কংক্রিট বলে।
অথবা কংক্রিট এবং স্টিলকে উচ্চ ক্ষমতা প্রদান করে যে কংক্রিট তৈরি করা হয় তাকে প্রি-স্ট্রেসড কংক্রিট বলে।

ব্যবহারঃ বৃহৎ নির্মাণ কাজে যেখানে সাটারিং দুঃসাধ্য, সেখানে কাঠামো নির্মাণে প্রি-স্ট্রেসড কংক্রিট ব্যবহারে আর্থিক সাশ্রয় হয়। এ ধরনের কংক্রিট প্রধানত উচ্চ শক্তি সম্পন্ন স্ল্যাব, বীম, ব্রীজ, পাইল, পোস্ট, পাইপ ইত্যাদি নির্মাণে ব্যবহার করা হয়।

প্রি-স্ট্রেসড কংক্রিট ব্যবহারের সুবিধাঃ

 ১. প্রি-স্ট্রেসড মেম্বার ফাটল থেকে মুক্ত, যার ফলে Impact, Shock and reversal of stresses-এর প্রতিরোধ ক্ষমতা R.C.C অনেক বেশি।
২. প্রি-স্ট্রেসড কাঠামো, R.C.C কাঠামোর চেয়ে বেশি স্থায়ী, কারণ রড বাহ্যিক প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না।
৩. কংক্রিটের সর্বোচ্চ চাপ শক্তি এবং রডের সর্বোচ্চ টান শক্তিকে সম্পূর্ণ রুপে কাজে লাগিয়ে তৈরি করা হয় বলে, এর সেকশন অনেক ছোট হয় এবং আর্থিক সাশ্রয় হয়।
৪. মেম্বারের সেকশনকে অনেক কমানো যায় বলে লম্বা স্প্যানে ব্যবহার করতে অসুবিধা হয় না।
৫. ছোট সেকশন বিশিষ্ট মেম্বার গুলো হালকা বলে সহজেই বহন করা যায় এবং অল্প পরিমাণ মালামাল ব্যবহার করা যায়।
৬. কংক্রিটের ডায়াগোনাল টেনশন কমানো যায়।
৭. বাঁকা টেনডন (Curve Tendons) ব্যবহার করে প্রি-স্ট্রেসড মেম্বারের শিয়ার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায়।

প্রি-স্ট্রেসড কংক্রিটের অসুবিধাঃ

১. এর সবচেয়ে বড় অসুবিধা, এর জন্য বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হয়। যেমন- Jacks anchorage ইত্যাদি
২. অনেক বেশি কারিগরি জ্ঞান থাকা এবং উত্তম পরিদর্শনের প্রয়োজন।
৩. প্রি-স্ট্রেসিং এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টেনসাইল স্টীলের প্রয়োজন। যা পাওয়া খুবই কষ্টকর। সাধারণ মাইন্ড স্টীলের চেয়ে খরচ বেশি।
৪. উচ্চ গ্রেডের সিমেন্ট কংক্রিট প্রস্তুতের সময় অভিজ্ঞ বা দক্ষ কর্মীর প্রয়োজন।


Made By Sbook99

Thank You for Reading.
Share:

Super Elevation কি এবং এটি কেন দেওয়া হয়?

Super Elevation কি এবং এটি কেন দেওয়া হয়?
উত্তরঃ

Super Elevation: সড়ক বা রেলপথের বাঁকে ভিতরের দিক অপেক্ষা বাইরের দিক উঁচু করার পরিমাণকে সুপার এলিভেশন (Super Elevation) বা Cant বা Banking বলে।
      
নিচে উল্লেখিত প্রয়োজনে বাঁকে সুপার এলিভেশন দেওয়া হয়ঃ

   ১। কেন্দ্রাতিগ বল প্রতিরোধের জন্য এবং বাঁক অতিক্রম কালে গাড়ি উলটে পড়ার হাত থেকে রক্ষার জন্য।
   ২। যাত্রীদের ভ্রমণে স্বাচ্ছন্দতা ও অবাঞ্চিত ঝাঁকুনি ও হেলে পড়া হতে রক্ষার জন্য।
   ৩। সড়ক পৃষ্ঠের পানি নিষ্কাশনে সহায়তার জন্য।
   ৪। গাড়ির চাকাসমূহে পতিত বলের সাম্যতা থাকে ফলে সড়ক পৃষ্ঠের ক্ষয়ক্ষতি কম হয়









Made By Sbook99


Thank You for Reading.
Share:

কংক্রিট বলতে কী বুঝায়? কংক্রিট কত প্রকার ও কী কী? কংক্রিটের উপাদানগুলোর নাম লিখ

কংক্রিট বলতে কী বুঝায়? কংক্রিট কত প্রকার ও কী কী? কংক্রিটের উপাদানগুলোর নাম লিখ।

উত্তরঃ কংক্রিটঃ

সিমেন্ট, বালি, খোয়া (ইটের টুকরো), পাথরের টুকরো পানির সঙ্গে মিশিয়ে যে নির্মানসামগ্রী বা মিশ্রণ (মস্লা) তৈরি করা হয়, তাকে ঢেলে চাপ দিয়ে নির্দিষ্ট আকার দেয়া হয়। এগুলোকেই কংক্রিট বলে।

কংক্রিট এক ধরনের কৃত্রিম পাথর বিশেষ। নির্দিষ্ট অনুপাতে জমাট বাঁধাইকারী উপাদান (সিমেন্ট বা চুন), সরু দানার উপাদান (বালি), মোটা দানার উপাদান (খোয়া বা পাথর কণা) এবং পানি সহযোগে মিশ্রিত করে রাসায়নিক প্রক্রিয়ায় জমাট বাঁধিয়ে কংক্রিট প্রস্তুত করা হয়। মিশ্রনটি জমাট বাঁধার পূর্বেই প্রয়োজনীয় আকারে ঢালাই করা হয়।

কংক্রিট চার প্রকার, যথাঃ

   ১. লাইম কংক্রিট (Lime Concrete): খোয়া, চুন ও সুরকীর সমন্বয়ে তৈরিকৃত কংক্রিট।
   ২. সিমেন্ট কংক্রিট (Cement Concrete): খোয়া, সিমেন্ট ও বালির সংমিশ্রণে তৈরি।
   ৩. আর.সি.সি (Reinforced Cement Concrete): খোয়া, সিমেন্ট, বালি এবং রডের সমন্বয়ে প্রস্তুত।
   ৪. প্রি-স্ট্রেসড কংক্রিট (Pre-stressed Concrete):

কংক্রিটের উপাদানগুলো হল-

   ১. সংযোজক পদার্থ (Binding Materials), যেমন- চুন, সিমেন্ট।
   ২. সরু দানা (Fine Aggregate), যেমন- বালি।
   ৩. মোটা দানা (Coarse Aggregate), যেমন- খোয়া, পাথর কুচি।
   ৪. সাহায্যকারী পদার্থ (Helping Materials), যেমন- পানি।

   ৫. অ্যাডমিক্সার (Admixture), যেমন- ক্যালসিয়াম ক্লোরাইড।



Cement Concrete Molding
Cement Concrete Molding

Concrete Lintel
Concrete Lintel

Concrete Blocks Bricks
Concrete Blocks Bricks






💎Download as Picture



Made By Sbook99



Thank You for Reading.
Share:

রাস্তা নির্মাণ কাজে Aggregate ব্যবহার করার জন্য কি কি Test করার প্রয়োজন? কেন?

রাস্তা নির্মাণ কাজে Aggregate ব্যবহার করার জন্য কি কি Test করার প্রয়োজন? কেন?
উত্তরঃ

রাস্তা নির্মাণের জন্য উপযোগী ও নির্দিষ্ট গুণাবলি সম্পন্ন এগ্রিগেট নির্বাচনের জন্য যে সকল পরীক্ষা করা হয় তাদের 
তালিকা নিম্নে দেয়া হলোঃ

Test Name (পরীক্ষা)
Why? (কেন?)
এব্রাশন টেস্ট (Abrasion Test)

কাঠিন্যতা জানার জন্য
এট্রিশন টেস্ট (Attrition Test)
লস-এ্যাংগেলস এব্রাশন টেস্ট (Los-Angeles Abrasion Test)


ক্রাসিং টেস্ট (Crushing Test)

চাপ শক্তি জানার জন্য
এগ্রিগেট ক্রাসিং টেস্ট (Aggregate Crushing Test)


ইমপেক্ট টেস্ট (Impact Test)
ঘাত সহনীয়তা জানার জন্য।
সাউন্ডনেস টেস্ট (Soundness Test)
স্থায়িত্বতা জানার জন্য
স্পেসিফিক গ্রাভিটি টেস্ট (Specific Gravity Test)
আপেক্ষিক গুরুত্ব জানার জন্য
ওয়াটার এবজরপশন টেস্ট (Water Absorption Test)
পানি শোষণের মাত্রা জানার জন্য
বিটুমিন এফিনিটি টেস্ট (Bitumen Affinity Test)
বিটুমিনের আসক্তি জানার জন্য
শেপ টেস্ট (Shape Test)
সুচক জানার জন্য



💎Download as Picture



Made By Sbook99


Thank You for Reading.
Share:

Theodolite, Level ও Leveling Staff কী? কী কাজে ব্যবহৃত হয়? বর্ণনা করুন

Theodolite, Level Leveling Staff কী? কী কাজে ব্যবহৃত হয়? বর্ণনা করুন।
উত্তরঃ


Theodolite: থিওডোলাইট এক প্রকার কোণ পরিমাপক যন্ত্র, যার সাহায্যে অতি সুক্ষ্মভাবে অনুভূমিক ও উল্লম্ব কোণ পরিমাপ করা যায়। এর সাহায্যে কোণ পরিমাপের মাধ্যমে ট্রাভাস জরিপ, ত্রিভুজায়ন জরিপ, জ্যোতিষীয় জরিপ, বাঁক সংস্থাপন, কন্টুর জরিপ, টপোগ্রাফিক জরিপ, হাইড্রোগ্রাফিক জরিপ, ফটোগ্রাফিক জরিপ ইত্যাদি সম্পাদন করা যায়।
  থিওডোলাইট প্রধানত দুই প্রকার। যথা- ১. ট্রানজিট থিওডোলাইট ২. নন-ট্রানজিট থিওডোলাইট

যে থিওডোলাইটের দুরবিনকে উল্লম্ব তলে পূর্ণবৃত্ত বা 360 ডিগ্রি কোণে ঘুরানো যায় তাকে ট্রানজিট থিওডোলাইট বলে।

যে থিওডোলাইটের দুরবিনকে উল্লম্ব তলে পূর্ণবৃত্ত বা 360 ডিগ্রি কোণে ঘুরানো যায় না তাকে নন-ট্রানজিট থিওডোলাইট বলে।

Level: লেভেল এক প্রকার যন্ত্র যার সাহায্যে ভূ-পৃষ্ঠস্থ বিভিন্ন বিন্দুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয়। লেভেল যন্ত্রের সাহায্যে বিভিন্ন বিন্দুতে স্টাফ পাঠ গ্রহণ করা হয় এবং প্রাপ্ত স্টাফ পাঠের সাহায্যে উক্ত বিন্দুগুলোর এলিভেশন নির্ণয় করা হয়।

Levelling Staff: লেভেলিং স্টাফ লেভেলিং কাজে ব্যবহৃত একটি সাধারণ উপকরণ। এটা কাঠের তৈরি সোজা দন্ড বিশেষ যার গায়ে দাগ কাটা থাকে। এর নিম্ন প্রান্ত হতে শূন্য ধরে মিটার
মিটারের দশমাংশ ও শতাংশে দাগ কাটা থাকে। দাগান্বিত অংশগুলো সাদা-কালো রঙ্গে দাগ কাটা হয়।

নিম্নলিখিত কারণে লেভেলিং স্টাফ ব্যবহৃত হয়।
    . স্টেশন বিন্দু চিহ্নিতকরণ।
    ২. স্টাফ পাঠ গ্রহণ।

    ৩. স্টেশন বিন্দুর উচ্চতা বা গভীরতা নির্ণয়।
    ৪. স্টেশন বিন্দুর আর এল নির্ণয়।


            Theodolite,                                              Level Machine,                                             Leveling Staff



💎Download as Picture


Made By Sbook99

Share:

পাথরের মাঠে পরীক্ষা কি কি উপায়ে করা যায়?

পাথরের মাঠে পরীক্ষা কি কি উপায়ে করা যায়?
উত্তরঃ

পাথরের মাঠে পরীক্ষাঃ পাথরের মাঠে পরীক্ষা কার্য নিম্নলিখিত উপায়ে করা হয়ঃ

১। ওজন পরীক্ষাঃ সম আকারের ভিন্ন শ্রেণীর দুটি পাথরের টুকরা হাতে নিলে, যেটি অধিকতর ভারী অনুভূত হবে ঐ পাথরটিই ভাল, কেননা ভারী পাথরের গঠন দৃঢ় এবং ছিদ্রের পরিমাণ কম, ফলে ওজন বেশি।

২। পাথর ভেঙ্গেঃ বিভিন্ন শ্রেণীর পাথর ভাঙ্গলে যেটি ভাঙ্গতে অধিক শক্ত অনুভূত হবে, সেটিই ভাল পাথর। কেননা দৃঢ় গঠনের টেকসই পাথর ভাঙ্গার কাজ হালকা ফাঁকা পাথর ভাঙ্গার কাজ অপেক্ষা অধিক কষ্টসাধ্য।

৩। বাহ্যিক দর্শনেঃ ভাঙ্গা পাথরের ভাঙ্গা পৃষ্ঠ দেখতে যদি সমতল হয় এবং দানাগুলো যদি স্পষ্ট দৃশ্য হয়, তবে ভাল পাথর বলে বিবেচিত হবে।

৪। রংয়ের সাম্যতা পর্যবেক্ষণেঃ সাম্য রং এর পাথর বিভিন্ন রংয়ের পাথর অপেক্ষা শক্ত ও স্থায়ী।

৫। আঘাত করেঃ কোন পাথরকে অন্য কোন পাথর বা হাতুড়ির সাহায্যে আঘাত করলে ধাতব আঘাতের ন্যায় শব্দ হলে তা ভাল পাথর বুঝায়।

৬। ঘর্ষণ করেঃ নির্মাণ কাজের কোন পাথরকে অপর পাথর বা শক্ত কিছু দ্বারা ঘর্ষণ করলে যদি পাথরটি ক্ষয় প্রাপ্ত হয় তবে পাথরটি নির্মাণ কাজের জন্য অনুপযোগী বলে বিবেচিত হবে। যে পাথরে ঘর্ষণের ফলে অধিক ধুলাবালি সৃষ্টি করবে তাও নির্মাণের জন্য অনুপযোগী।

৭। আঁচড় কেটেঃ কোন পাথরে চাকু বা ছুরি দ্বারা আঁচড় দিলে যদি সহজেই দাগ পড়ে তবে তা নির্মাণের জন্য অনুপযোগী।

৮। পৃষ্ঠদেশ দর্শনেঃ যে পাথরের গায়ে ফাটল দেখা যায় ঐ পাথর নির্মাণ কার্যে ব্যবহার অনুপযোগী।

৯। দীর্ঘদিনের উন্মুক্ত পাথর খাদ দর্শনেঃ দীর্ঘদিন উন্মুক্ত এরুপ পাথরের খাদ দেখে বুঝা যায় যে ঐ খাদের পাথরের উপর আবহাওয়ার প্রতিক্রিয়া কি রুপ?

১০। পুরাতন ইমারত দর্শনেঃ কোন শ্রেণীর পাথরে নির্মিত পুরাতন ইমারত দেখেও ঐ শ্রেণীর পাথর সম্পর্কে অবহিত হওয়া যায়।





Made By Sbook99

Thank You for Reading.

Share:

কন্টুর প্রক্ষেপণ কি? কন্টুর প্রক্ষেপণ এর ব্যবহার লিখ

কন্টুর-প্রক্ষেপণ-এবং-ইহার-ব্যবহার
 কন্টুর প্রক্ষেপণ কি? কন্টুর প্রক্ষেপণ ব্যবহার লিখ
উত্তরঃ

কন্টুর প্রক্ষেপণঃ কন্টুর মানচিত্রের উপর বিভিন্ন বিন্দুর মাঝে আনুপাতিক হারে বিভিন্ন মানের কন্টুরের অনুভূমিক দূরত্ব নির্ণয় করার প্রক্রিয়াকে কন্টুর ইন্টারপোলেশন বা কন্টুর প্রক্ষেপণ বলে।

কন্টুরের ইঞ্জিনিয়ারিং ব্যবহারঃ
১. এর সাহায্যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রকল্পের (যেমন- সড়ক, রেলপথ, খাল, পয়প্রণালী ইত্যাদির) উপযুক্ত স্থান নির্বাচন করা যায়।
২. প্রকল্পের মাটি কাটা ও ভরাটের পরিমাণ নির্ণয় করা যায়।
৩. অববাহিকা অঞ্চলের ক্ষেত্রফল, আবদ্ধ জলাশয়, হৃদ, পুকুর, ডোবা ইত্যাদির ধারণ ক্ষমতা নির্ণয় করা যায়।
৪. বন্যার পানির আগমন ও নিষ্কাশন ব্যবস্থার দিকনির্দেশনা জানা যায়।
৫. এর ছেদন চিত্র অংকন করে ভূমিরুপ প্রদর্শন করা যায়।
৬. গুরুত্বপূর্ণ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ব্যবহার করা যায়।




Made By Sbook99

Thank You for Reading.
Share:

কন্টুর বলতে কি বুঝায়? কন্টুর এর বৈশিষ্ট্যসমূহ লিখুন

কন্টুর বলতে কি বুঝায়? কন্টুর এর বৈশিষ্ট্যসমূহ লিখুন।
  উত্তরঃ

 কন্টুর (Contour): নির্দিষ্ট উপাত্ত তল হতে সম-উচ্চতা বিশিষ্ট বিভিন্ন বিন্দুর সংযোগকারী কাল্পনিক রেখাকে কন্টুর বলা হয়। আর এই কন্টুর নক্সায় অংকিত হলে একে কন্টুর রেখা বলা হয়।

কন্টুরের বৈশিষ্ট্যসমূহ নিম্নরুপঃ
১. একটি কন্টুরের প্রত্যেকটি বিন্দুর এলিভেশন বা আর এল সমান হবে।
২. পাহাড়ের ঝুলে থাকা অংশ ছাড়া কখনও দুটি কন্টুর রেখা পরস্পরকে ছেদ করবে না।
৩. একটি কন্টুর কখনও মানচিত্রের মধ্যখানে শেষ হবে না। এটা হয় মিলে যাবে, না হয় মানচিত্রের বাইরে চলে যাবে।
৪. কন্টুরের অনুভূমিক সমতল ভূ-পৃষ্ঠের ঢালের বিপরীত অনুপাতে বাড়ে। কন্টুর রেখা যত নিকটবর্তী হয়, ঢালের মাত্রা তত বেশি হয়।
৫. সমদূরত্বে কন্টুর রেখার অবস্থান সমঢাল নির্দেশ করে।
৬. সরল সমান্তরাল ও সমদূরত্বে অবস্থিত কন্টুর রেখা সমতল ভূমি নির্দেশ করে।
৭. ধারাবাহিক কন্টুর রেখাগুলোর মান যদি ভিতরের দিকে বেশি হয় তবে এটা পাহাড় বা টিলা আর যদি ভিতরের মান কম হয় তবে এগুলো পুকুর, জলাশয় বা ডোবা নির্দেশ করে।
৮.কন্টুর রেখা মানচিত্রের ভিতরে খণ্ড খণ্ড হবে না। কন্টুর রেখা উপত্যকা ও অধিত্যকা রেখাকে সমকোণে ছেদ করে।









আরো জানতে এখানে যান। Contour - Wikipedia

Made By Sbook99

Thank You for Reading.
Share:

GIS ও GPS এর মধ্যে প্রার্থক্য কি?

GIS ও GPS এর প্রার্থক্য
 GIS ও GPS এর মধ্যে প্রার্থক্য কি?

উত্তরঃ    GIS GPS এর মধ্যে প্রার্থক্যঃ
          
          GPS: GPS এর পূর্ণরুপ হল Global Positioning System. এটি একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় মাধ্যম যার সাহায্যে যে কোন আবহাওয়ায় দিন বা রাত্রি যে কোন সময়ে ভূ-পৃষ্ঠের যে কোন স্থানে ব্যক্তি বা বস্তুর অবস্থান তাৎক্ষণিকভাবে ও সঠিকভাবে নির্ণয় করা যায়। GPS যন্ত্রকে GPS Receiver বলা হয়।
         
জিপিএস রিসিভার দ্বারা সম্পাদিত কাজের তালিকাঃ
          ১। কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জানা যায়।
          ২। কোন অংশের উচ্চতা নির্ণয় করা যায়।
          ৩। ভ্রমনের দূরত্ব ও গতি নির্ণয় করা যায়।
          ৪। ভ্রমনের দিক বা বিয়ারিং নির্ণয় করা যায়।
          ৫। কোন স্থানের সময় ও তারিখ জানা যায়।

         GIS: GIS এর পূর্ণরুপ হল Geographic Information System. জিয়াইএস এমন একটি ইনফরমেশন সিস্টেম যেখানে ভৌগোলিক রেফারেন্সড ডাটা বা স্থানিক ডাটা ব্যবহার করে বিশ্লেষণ ও সংরক্ষণের মাধ্যমে ভূমি ব্যবহার, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, যোগাযোগ, নগরায়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সাধারণ অর্থে ভৌগোলিক মানচিত্রের মাধ্যমে বিশেষ কোণ তথ্য উপস্থাপন করাকেই GIS বলে।
       
GIS এর প্রধান ব্যবহার ক্ষেত্রসমূহঃ
        ১। সহজ সাধ্য ব্যবস্থাপনা (Facilities Management- FM)
        ২। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা (Environment and Natural Resources Management)
        ৩। রাস্তার নেটওয়ার্ক (Street Network)
        ৪। প্লানিং এবং ইঞ্জিনিয়ারিং (Planning and Engineering)
        ৫। ভূমি তথ্য ব্যবস্থাপনা (Land Information System)







আরো জানতে এখানে যান। GPS - Wikipedia
                             GIS - Wikipedia


Made By Sbook99


Thank You for Reading.
Share:

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts