✪ প্রি-স্ট্রেসড কংক্রিট বলতে কী বুঝায়? ইহা কোথায় ব্যবহৃত হয়? ইহার সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
➤ উত্তরঃ
প্রি-স্ট্রেসড কংক্রিটঃ অতি উচ্চ শক্তি সম্পন্ন কংক্রিট এবং স্টীল ব্যবহারের মাধ্যমে কংক্রিটের এমন পরিমাণ ও বিস্তৃতির অভ্যন্তরীণ পীড়ন প্রবর্তন করা হয়, যাতে এটা বহিঃস্থ ভার হতে উদ্ভূত পীড়নকে ঈপ্সিত মাত্রায় প্রশমিত করে, তাকে প্রি-স্ট্রেসড কংক্রিট বলে।
অথবা কংক্রিট এবং
স্টিলকে উচ্চ ক্ষমতা প্রদান করে যে কংক্রিট তৈরি করা হয় তাকে প্রি-স্ট্রেসড কংক্রিট
বলে।
ব্যবহারঃ বৃহৎ নির্মাণ কাজে
যেখানে সাটারিং দুঃসাধ্য, সেখানে কাঠামো নির্মাণে প্রি-স্ট্রেসড কংক্রিট ব্যবহারে
আর্থিক সাশ্রয় হয়। এ ধরনের কংক্রিট প্রধানত উচ্চ শক্তি সম্পন্ন স্ল্যাব, বীম, ব্রীজ, পাইল,
পোস্ট, পাইপ ইত্যাদি নির্মাণে ব্যবহার
করা হয়।
প্রি-স্ট্রেসড
কংক্রিট ব্যবহারের সুবিধাঃ
১. প্রি-স্ট্রেসড মেম্বার ফাটল থেকে মুক্ত, যার ফলে Impact, Shock and reversal of stresses-এর প্রতিরোধ ক্ষমতা R.C.C অনেক বেশি।
২. প্রি-স্ট্রেসড
কাঠামো, R.C.C কাঠামোর চেয়ে বেশি স্থায়ী, কারণ রড বাহ্যিক
প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না।
৩. কংক্রিটের
সর্বোচ্চ চাপ শক্তি এবং রডের সর্বোচ্চ টান শক্তিকে সম্পূর্ণ রুপে কাজে লাগিয়ে তৈরি
করা হয় বলে, এর সেকশন অনেক ছোট হয় এবং আর্থিক সাশ্রয় হয়।
৪. মেম্বারের
সেকশনকে অনেক কমানো যায় বলে লম্বা স্প্যানে ব্যবহার করতে অসুবিধা হয় না।
৫. ছোট সেকশন
বিশিষ্ট মেম্বার গুলো হালকা বলে সহজেই বহন করা যায় এবং অল্প পরিমাণ মালামাল
ব্যবহার করা যায়।
৬. কংক্রিটের
ডায়াগোনাল টেনশন কমানো যায়।
৭. বাঁকা টেনডন (Curve Tendons) ব্যবহার
করে প্রি-স্ট্রেসড মেম্বারের শিয়ার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায়।
প্রি-স্ট্রেসড
কংক্রিটের অসুবিধাঃ
১. এর সবচেয়ে বড় অসুবিধা, এর জন্য বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হয়। যেমন- Jacks anchorage ইত্যাদি।
২. অনেক বেশি
কারিগরি জ্ঞান থাকা এবং উত্তম পরিদর্শনের প্রয়োজন।
৩. প্রি-স্ট্রেসিং
এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টেনসাইল স্টীলের প্রয়োজন। যা পাওয়া খুবই কষ্টকর।
সাধারণ মাইন্ড স্টীলের চেয়ে খরচ বেশি।
৪. উচ্চ গ্রেডের
সিমেন্ট কংক্রিট প্রস্তুতের সময় অভিজ্ঞ বা দক্ষ কর্মীর প্রয়োজন।
Made By Sbook99
Thank You for Reading.